Advertisement
Advertisement
Yograj Singh

শচীনপুত্র অর্জুনের ভবিষ্যৎ কি হিরের মতো উজ্জ্বল? কয়লার উদাহরণ টেনে উত্তর যুবরাজের বাবার

দিন কয়েক আগেই ধোনি ও কপিল দেবকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন যোগরাজ সিং।

Yuvraj Singh's father Yograj Singh's reply on Arjun Tendulkar's future is viral
Published by: Arpan Das
  • Posted:September 7, 2024 4:23 pm
  • Updated:September 7, 2024 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরেই ভারত পেয়েছে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ সিংকে। অন্যদিকে শচীন তেণ্ডুলকরের পুত্র অর্জুনও ট্রেনিং করেছেন যোগরাজ সিংয়ের অধীনে। শচীনপুত্রের ভবিষ্যৎ নিয়ে কী মনে করেন তিনি? কয়লা ও হিরের প্রসঙ্গ তুলে ঘুরিয়ে উত্তর দিলেন যুবরাজ সিংয়ের বাবা।

প্রায়ই সমালোচিত হন যোগরাজ। কখনও মহেন্দ্র সিং ধোনির প্রতি কটাক্ষ, তো কখনও কপিল দেবকে আক্রমণ। সম্প্রতি ফের যুবরাজের বাবা শিরোনামে উঠে এসেছিলেন। এমনকী অর্জুন তাঁর কাছে ট্রেনিং করছে খবর পেয়ে সোশাল মিডিয়াতে বিরক্তিপ্রকাশ করেছিলেন অনেক ক্রিকেট ভক্ত। কিন্তু তিনি কীভাবে দেখছেন অর্জুনকে? তাঁর ভবিষ্যৎই বা কতদূর?

Advertisement

[আরও পড়ুন: হার টেস্টে, চাকরি যেতে পারে ওয়ানডে ক্যাপ্টেন বাবরের! পাকিস্তানের ক্রিকেটে নাটক অব্যাহত]

উত্তরে যোগরাজ বলেন, “কয়লাখনিতে কখনও হিরে দেখেছেন? সেটাও তো আসলে কয়লা হিসেবেই বের করা হয়। কিন্তু যদি যোগ্য লোকের হাতে পড়ে, তাহলে সেটাই কোহিনূর হয়ে যায়। তখন সেটাই অমূল্য। কিন্তু সেই হিরেই যদি এমন কারওর কাছে যায়, যে সেটার মূল্য জানে না, তাহলে সেটা ধ্বংস করে ফেলে।” তার পরই যোগরাজ চলে আসেন পুত্র যুবরাজের প্রসঙ্গে। তিনি বলেন, “আমি কখনই নিজেকে বলি না যে যোগরাজ একজন আদর্শ প্রশিক্ষক। যুবরাজই এখন বলে, আমার বাবার হাতে জাদু আছে। উনিই আমাকে তৈরি করেছেন।”

[আরও পড়ুন: বিসিসিআই সচিব পদের লড়াই দ্বিমুখী! জয় শাহর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে কারা?]

সেই বিষয়ে যোগরাজ ফিরে যান অতীতে। যখন যুবরাজকে শাসন করায় তাঁকে ‘হিটলার’, ‘ড্রাগন’ বলা হত। বাড়িতে সবাই তাঁকে ঘৃণা করত। কিছুদিন আগেই যোগরাজ ফের বলেছিলেন, ধোনি তাঁর ছেলের কেরিয়ার ধ্বংস করেছেন। তার পরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যুবরাজ সিংয়ের বক্তব্য যে, তাঁর বাবার মানসিক সমস্যা রয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement