Advertisement
Advertisement
Yuvraj Singh and Shikhar Dhawan

অবসর নিলেও ক্রিকেট থেকে ছুটি নেই! যুবরাজের ডাকে সাড়া দিয়ে ফের মাঠে গব্বর

যুবির ডাকে সাড়া দিয়ে ফের মাঠে নামতে চলেছেন সদ্য অবসর নেওয়া ধাওয়ান।

Yuvraj Singh wants Shikhar Dhawan to play Legends League after his retirement
Published by: Arpan Das
  • Posted:August 26, 2024 2:34 pm
  • Updated:August 26, 2024 3:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শিখর ধাওয়ান। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া ক্রিকেটেও তাঁকে আর খেলতে দেখা যাবে না। ধাওয়ানের ঘোষণার পর পরই নেটদুনিয়ায় আবেগঘন বার্তা আসছে তাঁর জন্য। এবার ফের ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন তিনি। তার আগেই বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং লেজেন্ডস লিগে খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটাতে সাড়া দিয়েই যেন লেজেন্ডস লিগে নামবেন গব্বর।

২০১০ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় ধাওয়ানের। ২০১৩-য় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি। যদিও একসঙ্গে বেশিদিন খেলা হয়নি যুবরাজ ও ধাওয়ানের। ২০১৬ ও ২০১৭ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন তাঁরা। এর মধ্যে ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিলেন তাঁরা। অবসর নেওয়ার পর বিশ্বের বিভিন্ন লেজেন্ডস লিগে চুটিয়ে খেলেন যুবরাজ। সেখানেই তিনি আহ্বান জানালেন ধাওয়ানকে।

Advertisement

[আরও পড়ুন: বোর্ডের শীর্ষে স্বরাষ্ট্রমন্ত্রী! ‘উনি কিছুই জানেন না’, PCB চেয়ারম্যানকে তোপ প্রাক্তন পাক ক্রিকেটারদের]

সোশাল মিডিয়ায় বিশ্বজয়ী তারকা লিখেছেন, “তোমার দুরন্ত কেরিয়ারের জন্য অভিনন্দন জানাই, জাট জি! তোমার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া প্রচণ্ড আনন্দের। প্রতিটা সুযোগকে তুমি কাজে লাগিয়েছ, ১০০ শতাংশর বেশি দিয়েছ। সেটা মাঠে হোক বা মাঠের বাইরে। তোমার ভয়ডরহীন ক্রিকেট, বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স তোমাকে আসল ‘গব্বর’ বানিয়েছে। কিছু অসম্ভব নজির গড়েছ তুমি। জীবনে যা অর্জন করেছ, তার জন্য তোমার গর্বিত হওয়া উচিত।”

[আরও পড়ুন: আজ শুরু যুক্তরাষ্ট্র ওপেন, অলিম্পিক সোনা জয়ের পরে ২৫ গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে জকোভিচ]

তার পরই যুবরাজ লিখেছেন, “এসো, এবার লেজেন্ডসদের লিগে খেলবে ভাই। ঈশ্বর তোমার মঙ্গল করুন।” সম্প্রতি লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিয়েছেন ভারতের কিংবদন্তিরা। সেই দলের অধিনায়ক ছিলেন যুবরাজ। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে লেজেন্ডস লিগের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছেন ধাওয়ান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement