Advertisement
Advertisement
Yuvraj Singh

সর্বকালের সেরা একাদশ বাছলেন যুবি, দলে রাখলেন না ধোনিকে

একনজরে যুবির সেরা একাদশ।

Yuvraj Singh picked his all-time XI

ফাইল ছবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 14, 2024 7:08 pm
  • Updated:July 14, 2024 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বকালের সেরা একাদশ বাছতে বসে দলেই রাখলেন না তাঁর দুই অধিনায়ককে। মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খেলেছেন পাঞ্জাব তনয়। সৌরভের অধিনায়কত্বেই নিজেকে মেলে ধরেন যুবি। আর ধোনির ক্যাপ্টেন্সিতে যুবরাজ হয়ে ওঠেন ম্যাচ উইনার।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, ছয় ছক্কা হাঁকিয়েছেন আবার ২০১১ বিশ্বকাপ মাতিয়ে যুবরাজ সিং কাপ এনে দিয়েছেন দেশকে। তবুও তাঁর সর্বকালের সেরা একাদশে নেই সৌরভ ও ধোনি। তাঁর সর্বকালের সেরা একাদশ দেখে বিস্মিত হয়েছে ক্রিকেটমহল। 

[আরও পড়ুন: জয়ের ধারা অব্যাহত মহামেডানের, লিগে সাদার্নকে হারাল সাদা-কালো শিবির

লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেন যুবরাজ সিংরা। তার পরে এক সঞ্চালিকা যুবরাজ সিংকে প্রশ্ন করেন, তাঁর মতে, সর্বকালের সেরা একাদশ কী? সেই একাদশ বাছতে বসে যুবি স্থির করেন, তাঁর দলে ওপেন করবেন শচীন তেণ্ডুলকর ও রিকি পন্টিং। তিন ও চার নম্বরে নামবেন যথাক্রমে রোহিত শর্মা ও বিরাট কোহলি। পাঁচ নম্বরে যুবির পছন্দের তালিকায় রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ৬ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্ট। যুবির দলে জায়গা পেয়েছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন, শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন।
৯, ১০ এবং ১১ নম্বরে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম এবং অ্যান্ড্রু ফ্লিনটফ। দ্বাদশ ব্যক্তি কে, সঞ্চালিকার এহেন প্রশ্নের জবাবে যুবরাজ জানান, তাঁর সর্বকালের সেরা দলে তিনিই দ্বাদশ ব্যক্তি।

Advertisement

যুবরাজ সিংয়ের সর্বকালের সেরা একাদশ — শচীন তেণ্ডুলকর, রিকি পন্টিং, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম ও অ্যান্ড্রু ফ্লিনটফ।

[আরও পড়ুন: ১ বলে ১৩ রান! জিম্বাবোয়ের বিরুদ্ধে নয়া বিশ্বরেকর্ড যশস্বীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement