ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই প্রজন্মের সেরা ব্যাটার তিনি। তাঁর হাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে চান যুবরাজ সিং (Yuvraj Singh)। তিনি আর কেউ নন।
তিনি বিরাট কোহলি (Virat Kohli)। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে কোহলির হয়েই গলা ফাটাচ্ছেন যুবরাজ সিং। বলছেন, ”কোহলি এই যুগের প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছে। এই প্রজন্মের সেরা ব্যাটার। আমার মনে হয় ক্রিকেটের সব ফরম্যাটেরই সেরা ব্যাটারের নাম কোহলি। আমার মতে কোহলির মতো একজন ক্রিকেটারের বিশ্বকাপ মেডেল দরকার। ওর একটা মেডেল আছে। আমি নিশ্চিত ওই একটা ট্রফি নিয়ে সন্তুষ্ট নয় কোহলি। এবারের বিশ্বকাপ ওরই প্রাপ্য।”
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর যুবরাজ সিং। বিশ্বকাপের প্রচারমূলক কাজে তিনি এখন ব্যস্ত। তাঁর ফাঁকেই আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ”আমি মনে করি খেলাটা বেশ ভালোই বোঝে কোহলি। ও ভালো করেই জানে শেষ পর্যন্ত টিকে থাকলে ও ভারতকে জেতাতে পারবে। একাধিক বার কোহলি উদ্ধার করেছে দলকে। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রান তাড়া করে ভারতকে জিতিয়েছিল। রান তাড়া করার আত্মবিশ্বাস পেয়ে গেলে বিরাট পরিস্থিতির বিচার করতে পারে বেশ ভালো ভাবে। কীভাবে ব্যাট করতে হয় এই পরিস্থিতিতে সেটাও ভালোই জানা বিরাটের। কোন বোলারকে আক্রমণ করতে হবে, কোন বোলারের বিরুদ্ধে সিঙ্গলস নিয়ে স্কোর বোর্ড রোটেট করতে হবে, কখনও আক্রমণে যেতে হবে এবং কোন সময়ে খেলার ধরন বদলাতে হবে তা জানা কোহলির।”
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে ওই দুর্ধর্ষ রান তাড়া করার বিরাট ইনিংসের কথা ভুলবেন কী করে ক্রিকেটপ্রেমীরা! কোহলি মেজাজে থাকলে তিনি বিরাট ছায়া ছড়িয়ে দেন। আর ওই ছায়া ম্যাচের উপরে প্রভাব ফেলে যায়। বহুবার এমন দৃশ্য দেখা গিয়েছে। আসন্ন বিশ্বকাপে আরও একবার বিরাট কোহলির ম্যাজিক দেখতে চায় গোটা দেশ। যুবরাজ সিং স্বয়ং দেখতে কোহলির হাতে বিশ্বকাপ দেখতে চান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.