Advertisement
Advertisement

Breaking News

Yuvraj Singh

মাস্টার্স লিগ ফাইনালে ক্যারিবিয়ান বোলারকে ‘শাসানি’ যুবরাজের, বুঝিয়ে দিলেন ‘সিং ইজ কিং’

কী নিয়ে বচসা বাঁধে দুজনের মধ্যে?

Yuvraj Singh and Tino Best get involved in heated face-off during IML final
Published by: Arpan Das
  • Posted:March 17, 2025 10:03 am
  • Updated:March 17, 2025 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স হয়েছে। অবসরও নিয়েছেন। কিন্তু চেনা মেজাজ হারাননি যুবরাজ সিং। মাস্টার্স লিগ ফাইনালে ক্যারিবিয়ান তারকাকে আঙুল তুলে ‘শাসিয়ে’ দিলেন যুবি। শুধু আগ্রাসী মেজাজে ব্যাট হাতে ভারতকে চ্যাম্পিয়ন করা নয়, মাঠে বচসাতেও জড়ালেন তিনি।

ঠিক কী ঘটল মাস্টার্স লিগের ফাইনালে? ঘটনার সূত্রপাত রায়পুরের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময়। ১৩তম ওভার শেষ করার পর মাঠের বাইরে যেতে চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বোলার টিনো বেস্ট। কিন্তু যুবরাজ আম্পায়ারকে বিষয়টি জানান। সেই অনুযায়ী, টিনো মাঠে ফিরে আসতে বাধ্য হন।

Advertisement

তারপর টিনো দ্রুত এগিয়ে আসেন যুবরাজের দিকে। বচসা বাঁধে দুজনের মধ্যে। আঙুল তুলে টিনোকে ‘শাসন’ করেন যুবি। তবে ঘটনা আর বেশি দূরে এগোয়নি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারা ও আম্পায়াররা এগিয়ে এসে দুজনকেই শান্ত করেন। তবে যুবরাজের মেজাজ দেখে নেটিজেনরা বলছেন, ‘সিং ইজ কিং’।

ব্যাটেও অবশ্য সেটার ছাপ রাখলেন ভারতের প্রাক্তন ব্যাটার। ১১ বলে ১৩ রান করে ভারতকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন তিনি। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করে ১৪৮ রান। জবাবে ৫০ বলে ৭৪ রান করেন অম্বাতি রায়ডু। শচীন তেণ্ডুলকর ১৮ বলে ২৫ রান করেন। দুজনের জুটিতেই জয়ের অনেকটা কাছে পৌঁছে যায় ভারত। বাকি কাজ করে দেন যুবরাজ ও স্টুয়ার্ট বিনি। ৬ উইকেট হাতে নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub