Advertisement
Advertisement
KL Rahul

‘আউট হওয়ার ভয় পাচ্ছে রাহুল, এভাবে ব্যাট করা যায় নাকি’, বলছেন প্রাক্তনরা

রাহুল শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে।

You can’t bat that way, said former cricketers । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 18, 2023 4:15 pm
  • Updated:February 18, 2023 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যর্থ ভারতের ওপেনার লোকেশ রাহুল (KL Rahul)। ওপেন করতে নেমে মাত্র ১৭ রান করেন তিনি। বারংবার ব্যর্থ হওয়ায় দলে লোকেশ রাহুলের জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন দেশের ক্রিকেটভক্তরা। প্রাক্তন ক্রিকেটাররাও রাহুলের খারাপ ফর্মের কারণ খুঁজে বের করছেন।

সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো ভারতের কিংবদন্তি ক্রিকেটার লোকেশ রাহুলের ভুল ধরেছেন। গাভাসকর মনে করছেন, লোকেশ রাহুলের মানসিক দিক থেকে কিছু সমস্যা রয়েছে। ব্যাট করার সময়ে সামনে এগোবে না পিছোবে, সেটাই ঠিক মতো বুঝে উঠতে পারছেন না রাহুল। 

Advertisement

 

[আরও পড়ুন: ভবিষ্যৎ অনিশ্চিত মেসির, বার্সায় হয়তো আর ফেরা হবে না আর্জেন্টাইন তারকার]

 

অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া (Mark Waugh) আবার মনে করছেন লোকেশ রাহুল আউট হওয়ার ভয় পাচ্ছেন। আর তাই ভয়ে ভয়ে ব্যাট করছেন। মার্ক ওয়া বলছেন, ”লোকেশ রাহুল আউট হওয়ার ভয় পাচ্ছে। এভাবে ভয়ে ভয়ে ব্যাট করা যায় নাকি। নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখা দরকার। নিজেকে আটকে রাখছে রাহুল। আমি চাই ও ভয়ডর সরিয়ে রেখে খোলা মনে ব্যাট করুক। আউট হওয়ার কথা মাথা থেকে সরিয়ে রেখে খেলতে নামুক।” 

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না লোকেশ রাহুলের। ২০২২ সাল থেকে লোকেশের টেস্ট গড় ১৭.৪। রাহুল শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সেই টেস্টে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজেই শেষবার অর্ধ শতরান এসেছিল রাহুলের ব্যাট থেকে। তার পর থেকে ব্যর্থতাই সঙ্গী তাঁর। এদিনও লিয়ঁর বলে এলবিডব্লিউ হয়ে গেলেন রাহুল। 

[আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে রক্ষা পাননি, অবশেষে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ফুটবলার আতসুর দেহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement