সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ব্যর্থ ভারতের ওপেনার লোকেশ রাহুল (KL Rahul)। ওপেন করতে নেমে মাত্র ১৭ রান করেন তিনি। বারংবার ব্যর্থ হওয়ায় দলে লোকেশ রাহুলের জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন দেশের ক্রিকেটভক্তরা। প্রাক্তন ক্রিকেটাররাও রাহুলের খারাপ ফর্মের কারণ খুঁজে বের করছেন।
সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) মতো ভারতের কিংবদন্তি ক্রিকেটার লোকেশ রাহুলের ভুল ধরেছেন। গাভাসকর মনে করছেন, লোকেশ রাহুলের মানসিক দিক থেকে কিছু সমস্যা রয়েছে। ব্যাট করার সময়ে সামনে এগোবে না পিছোবে, সেটাই ঠিক মতো বুঝে উঠতে পারছেন না রাহুল।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া (Mark Waugh) আবার মনে করছেন লোকেশ রাহুল আউট হওয়ার ভয় পাচ্ছেন। আর তাই ভয়ে ভয়ে ব্যাট করছেন। মার্ক ওয়া বলছেন, ”লোকেশ রাহুল আউট হওয়ার ভয় পাচ্ছে। এভাবে ভয়ে ভয়ে ব্যাট করা যায় নাকি। নিজের ক্ষমতার উপরে বিশ্বাস রাখা দরকার। নিজেকে আটকে রাখছে রাহুল। আমি চাই ও ভয়ডর সরিয়ে রেখে খোলা মনে ব্যাট করুক। আউট হওয়ার কথা মাথা থেকে সরিয়ে রেখে খেলতে নামুক।”
সময়টা একেবারেই ভাল যাচ্ছে না লোকেশ রাহুলের। ২০২২ সাল থেকে লোকেশের টেস্ট গড় ১৭.৪। রাহুল শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সেই টেস্টে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজেই শেষবার অর্ধ শতরান এসেছিল রাহুলের ব্যাট থেকে। তার পর থেকে ব্যর্থতাই সঙ্গী তাঁর। এদিনও লিয়ঁর বলে এলবিডব্লিউ হয়ে গেলেন রাহুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.