সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৬ মাসের মধ্যে অর্জুন তেণ্ডুলকরকে বিশ্বের সেরা ব্যাটার করে তুলবেন! ক্রিকেটমহলে হইচই ফেলে দিল যোগরাজ সিংয়ের এমন মন্তব্য। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডে রয়েছেন শচীন তেণ্ডুলকরের পুত্র। তবে প্রথম একাদশে খেলার সুযোগ কতখানি পাবেন সেই নিয়ে প্রশ্ন রয়েছে। তার মধ্যেই বিরাট মন্তব্য করে বসলেন যুবরাজ সিংয়ের বাবা।
২০২২ সালে গোয়ার হয়ে রনজি ট্রফি খেলতে নামেন অর্জুন। সেই সময় ১২ দিন যোগরাজের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন শচীনপুত্র। সেই প্রসঙ্গ টেনে একটি ইউটিউব চ্যানেলে যোগরাজ বলেন, “অর্জুন তেণ্ডুলকর যদি এখন আমার কাছে আসে, তাহলে ছ’মাসের মধ্যে ওকে বিশ্বের সেরা ব্যাটার বানিয়ে দেব। ব্যাট হাতে ও কী করতে পারে সেটা নিয়ে কারোওর ধারণা নেই। মাত্র ১২ দিন ও আমার কাছে ছিল। আর তাতেই রনজি অভিষেকে সেঞ্চুরি। কেউ বুঝতে পেরেছে সেটা?”
তবে বর্তমানে মিডিয়াম পেস বোলার হিসাবেই খেলেন অর্জুন। সেটা নিয়ে ঘোরতর আপত্তি যোগরাজের। তাঁর মতে, শচীনপুত্রের ব্যাটিং প্রতিভা নষ্ট হচ্ছে। ইউটিউব সাক্ষাৎকারে যোগরাজ বলেন, “গোয়ার টিম এসেছিল। তখন শচীন আর যুবরাজ আমাকে বলে, অর্জুনকে একটু দেখাশোনা করার জন্য। ১০-১২ দিন অর্জুন আমার কাছে ছিল। আমি তখনই বলেছিলাম, ও এত ভালো ব্যাটার তাহলে ওকে বোলিংয়ে কেন আটকে রেখেছে? বোলিং করিয়ে কেন নষ্ট করা হচ্ছে?” যোগরাজের মতে, ব্যাটিং অলরাউন্ডার হিসাবে খেলানো উচিত অর্জুনকে।
উল্লেখ্য, বিশ্বের সেরা ব্যাটারের শিরোপা দীর্ঘদিন ধরে থেকেছে শচীনের মাথায়। ১০০ সেঞ্চুরি থেকে ২০০ টেস্ট- এমন বহু রেকর্ডের মালিক তিনি। ক্রিকেটের ঈশ্বর বলে তাঁকে চেনে গোটা দুনিয়া। কিন্তু ক্রিকেটের দুনিয়ায় এখনও সেভাবে দাগ কাটতে পারেননি তাঁর পুত্র অর্জুন। মুম্বইয়ের রনজি দলেও সুযোগ মেলেনি। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। কিন্তু যোগরাজের এমন মন্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি সত্যিই বোলার হিসাবে খেলতে গিয়ে নিজের প্রতিভার প্রতি অবিচার করছেন অর্জুন?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.