যশস্বী জয়সওয়াল। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স। তার জন্য আইসিসি-র ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ (ICC Player of the Month) হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)।
ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করল আইসিসি। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাকে পিছনে ফেলে ভারতীয় তারকাই ফেব্রুয়ারির সেরা হলেন। মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরে জয়সওয়াল আইসিসি-কে বলেছেন, ”আইসিসি-র পুরস্কার পেয়ে আমি খুব খুশি। আশা রাখি ভবিষ্যতে এমন ধরনের সম্মান আরও পাব।” প্রথমবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেললেন ভারতের নব্য তারকা।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৭১২ রান করেন জয়সওয়াল। আইসিসি-কে ভারতের তারকা ক্রিকেটার বলেছেন, ”যেভাবে আমি খেলেছি, যেভাবে আমরা ৪-১-এ সিরিজ জিতলাম, তা উপভোগ করেছি। সতীর্থদের সঙ্গে অবিশ্বাস্য এক অভিজ্ঞতা।”
Presenting the ICC Player of the Month for February 🙌
Congratulations, Yashasvi Jaiswal 👏👏
🗣️🗣️ Hear from the #TeamIndia batter on receiving the award@ybj_19 pic.twitter.com/tl1tJepdFJ
— BCCI (@BCCI) March 12, 2024
রাজকোটে অপরাজিত ২১৪ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। সেই প্রসঙ্গে যশস্বীকে বলতে শোনা গিয়েছে, ”রাজকোটে আমার ডবল সেঞ্চুরি দারুণ উপভোগ করেছি। মনে হচ্ছিল এর জন্যই তো খেলা।”
ট্রায়ালে জয়ী, প্যারিস অলিম্পিকে যাওয়ার আশা জিইয়ে রাখলেন ভিনেশ ফোগাট
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.