Advertisement
Advertisement

Breaking News

Yashasvi Jaiswal

ছয় মেরে সেঞ্চুরি, বিশাখাপত্তনমে জয়সওয়ালই ‘যশস্বী’

রোহিত ও গিল ফেরার পরে ভারতের ইনিংসকে টানেন জয়সওয়াল।

Yashasvi Jaiswal scores a century in the 2nd test against England । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 2, 2024 1:25 pm
  • Updated:February 2, 2024 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মানেই অভিষেকে সেঞ্চুরি। অভিষেক ম্যাচ হলে অন্য অবতারে ধরা দেন তিনি। শতরান হাঁকান যশস্বী। সেই যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকালেন। ৯৪ থেকে ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছন যশস্বী। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্ট যশস্বীর অভিষেক টেস্ট ম্যাচ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল ভারতীয় ওপেনারের। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান হাঁকিয়েছিলেন যশস্বী। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বিশাখাপত্তনম–যশস্বীর যশ-লাভ চলছেই। 
ইংরেজদের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যর্থ হন তিনি। দ্বিতীয় টেস্টে যশস্বী জয়সওয়াল ভারতীয় ইনিংসকে টানলেন। বিশেষ করে ৮৯ রানে ২ উইকেট চলে যাওয়ার পরে যশস্বী ও শ্রেয়স আইয়ার ভারতের ইনিংসকে মজবুত করার চেষ্টা করলেন। ইংল্যান্ড বোলারদের সামলে  যশস্বী  ১৫১ বলে সেঞ্চুরি হাঁকান। অবশ্য সেঞ্চুরি করার পথে যশস্বীর ক্যাচ পড়ে। জীবন ফিরে পান তিনি। জীবন ফিরে পেয়ে যশস্বী জয়সওয়াল তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন।  

[আরও পড়ুন: হাবাসের কাজ কামিন্সদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, ডার্বির আগে বলছেন ব্যারেটো]

শুক্রবার টস জিতে ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। যশস্বী ও রোহিত ৪০ রান জোড়ার পরে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। প্রথম টেস্টে হারের পরে রোহিত শর্মার ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা জেফ বয়কট। বলেছিলেন, রোহিত এখন অতীতের ছায়া। দ্বিতীয় টেস্টেও রোহিত কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। নবাগত বোলার বশিরের শিকার হন ভারত অধিনায়ক। শুভমান গিল ফের ব্যর্থ হন। অ্যান্ডরসনের বলে ফেরেন তিনি। তার পরে ভারতীয় ব্যাটিংকে টেনে নিয়ে যান যশস্বী। 
যশস্বী মানেই ম্যাজিক। যশস্বী মানেই তাঁর গাণ্ডীব ঘুরিয়ে সেঞ্চুরি আর সেঞ্চুরি। ২০২২-এর সেপ্টেম্বরে দলীপ ট্রফিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি পান তিনি। সেই বছরেরই নভেম্বরে ইন্ডিয়া এ দলের হয়ে অভিষেক হয় যশস্বীর। সেই ম্যাচেও শতরান পান যশস্বী। ২০২৩-এ ইরানি ট্রফিতে অভিষেক ম্যাচে আবার ডাবল সেঞ্চুরি করেন। গতবছর ওয়েস্টে ইন্ডিজের মাটিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন যশস্বী। তার পরে এই বিশাখাপত্তনমে সেঞ্চুরি। প্রতিপক্ষ বদলে যায়, খেলার ভেন্যু বদলে যায়, অভ্যাস বদলায় না যশস্বীর। সেঞ্চুরি করেন তিনি। সেঞ্চুরিতেই তাঁর মোক্ষলাভ। সেঞ্চুরিতেই যশ লাভ হয় জয়সওয়ালের। 

Advertisement

 

[আরও পড়ুন: ধোনির সঙ্গে তুলনায় মানসিক অবসাদে ভুগতেন, একা ঘরে বসে কাঁদতেন পন্থ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement