Advertisement
Advertisement
ICC Test ranking

সেঞ্চুরি করেও অবনতি! আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেন যশস্বী-বিরাট

অ্যাডিলেডের দিনরাতের টেস্টে এই র‍্যাঙ্কিং শুধরে নেওয়ার সুযোগ পাবেন ভারতীয় ব্যাটাররা।

Yashasvi Jaiswal loses No. 2 spot in ICC Test ranking
Published by: Subhajit Mandal
  • Posted:December 4, 2024 8:33 pm
  • Updated:December 4, 2024 11:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কা ভারতীয় ব্যাটারদের। টেস্ট ক্রমতালিকায় দ্বিতীয় স্থান হারাতে হল ভারতীয় দলের উদীয়মান তারকাকে। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়লেন পারথ টেস্টে সেঞ্চুরি করা বিরাট কোহলিও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে দিন দশেকের ফারাক। এদিকে এর মধ্যে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। সেই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে বদলে গিয়েছে টেস্ট ক্রমতালিকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করে ইংল্যান্ডের হ্যারি ব্রুক সোজা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ফলে পিছিয়ে পড়তে হল যশস্বীক। এক নম্বরে এখনও ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অর্থাৎ ক্রমতালিকায় প্রথম দুই ব্যাটারই ইংল্যান্ডের। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

Advertisement

দিন কয়েক আগেই কেরিয়ারের সেরা দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিলেন যশস্বী। এবার সেই স্থান খুইয়ে চারে নেমে এলেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫। পারথে ১৬১ রানের অনবদ্য ইনিংস খেলে দ্বিতীয় স্থানে এসেছিলেম তিনি। সেই ইনিংসের পর সাময়িক যে বিরতি টিম ইন্ডিয়া পেয়েছে সেটারই খেসারত দিতে হল যশস্বীকে। এই একই কারণে পারথে সেঞ্চুরি করার পরও পিছিয়ে পড়তে হল বিরাট কোহলিকেও। তিনি এক ধাপ পিছিয়ে আপাতত রয়েছেন ১৪ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৯। অবশ্য দিন দুই পরই অ্যাডিলেডের দিনরাতের টেস্টে এই র‍্যাঙ্কিং শুধরে নেওয়ার সুযোগ পাবেন ভারতীয় ব্যাটাররা।

অন্য ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র ঋষভ পন্থ। তিনি আগের মতোই ষষ্ঠ স্থানে রয়েছেন। পন্থের রেটিং পয়েন্ট ৭৩৬। তরুণ ব্যাটার শুভমান গিলও একধাপ নেমে গিয়েছেন ১৮তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬৭৩।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement