ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেদিন সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) বকুনি না খেলে আজকের যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) কি পাওয়া যেত?
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে পাহাড়প্রমাণ রান করেন যশস্বী। একটি টেস্ট সিরিজে সাতশো বা তার বেশি রান প্রথম বার করেছিলেন সুনীল গাভাসকর। দ্বিতীয় ব্যক্তি যশস্বী। উল্লেখ্য, গাভাসকর অবশ্য এই মাইলস্টোনে পৌঁছেছিলেন দুবার। যশস্বী অবশ্য এই প্রথমবার সাতশোর বেশি রান করলেন এক টেস্ট সিরিজে।
সেই যশস্বী সম্পর্কে লিটল মাস্টার বলছেন, ”যশস্বী এত রান করেছে দেখে ভালো লাগছে। যেভাবে প্রতিপক্ষের বোলিংকে আক্রমণ করেছে, তা দেখার মতোই। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিন আমি ওকে মৃদু ভর্ৎসনা করেছিলাম। ত্রিনিদাদে আগের টেস্টে পঞ্চাশের বেশি রান করার পরেও উইকেট ছুড়ে দিয়েছিল। আমি সেই প্রসঙ্গ তুলে যশস্বীকে ভর্ৎসনা করেছিলাম, বোলারকে কখনওই সাহায্য করবে না। ও আমার পরামর্শ শুনেছে, দুটো ডাবল করেছে এই সিরিজে।”
বিশাখাপত্তনমে ২০৯ রান করেছিলেন যশস্বী। রাজকোটে করেছিলেন ২১৪ রান। তিনটি হাফ সেঞ্চুরিও করেন তিনি। সুনীল গাভাসকর বলেন, ”ও আরও তিনটি হাফ সেঞ্চুরি পেয়েছিল। মনে হয় আমি ওকে যা বলেছিলাম তা ভুলে গিয়েছে। কিন্তু কুড়ি বছরের সামান্য বেশি বয়সি কি কেউ তা মনে রাখে। আমি হলে তো মনে রাখতাম না। আশা রাখি আগামিদিনে ও ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.