Advertisement
Advertisement

Breaking News

ICC Ranking

একবারে ৩৯ ধাপ, আইসিসি ক্রমতালিকায় বিরাট লাফ ইংল্যান্ড বধের নায়কের

ইংল্যান্ডকে হারিয়ে ক্রমতালিকায় কত নম্বরে উঠল ভারত?

Yashasvi Jaiswal and Dhruv Jurel gains massive in ICC Ranking | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 28, 2024 5:48 pm
  • Updated:February 28, 2024 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবেমাত্র ৯টি টেস্ট খেলেছেন। তার মধ্যেই আইসিসি র‍্যাঙ্কিংয়ের (ICC Ranking) সেরা পনেরোতে উঠে এলেন যশস্বী জয়সওয়াল। তরুণ ওপেনার ছাড়াও ক্রমতালিকায় বড়সড় উন্নতি করেছেন ধ্রুব জুরেলও।

এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে ভারত। নজরকাড়া পারফরম্যান্স করেছে ভারতের তরুণ ব্রিগেড। তার মধ্যে উল্লেখযোগ্য নাম যশস্বী (Yashasvi Jaiswal)। পরপর দুই টেস্টে ডবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। মাত্র ৯টি টেস্ট খেলেছেন নিজের কেরিয়ারে। তার মধ্যেই টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথম দশের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন মুম্বইকর। আপাতত ১২ নম্বরে রয়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরে যশস্বীকে প্রথম দশে দেখা যেতেই পারে।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন কলকাতাতেই হবে ISL ডার্বি? মিলল বড় আপডেট

র‍্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করেছেন আরও এক তরুণ তারকা ধ্রব জুরেল (Dhruv Jurel)। জীবনের দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতি সামলে ৯০ রান করেন। তাঁর লড়াকু ইনিংসে ভর করেই রাঁচিতে চতুর্থ টেস্ট জিতেছে ভারত। তার পরেই র‍্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ উঠে এসেছেন জুরেল। আপাতত টেস্ট ক্রমতালিকায় ৬৯ নম্বরে রয়েছেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের প্রথম দুইয়ে রয়েছেন জশপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ড সিরিজেই পাঁচশো উইকেটের মালিক হয়েছেন তারকা অফস্পিনার। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। ভারতের আরেক সফল স্পিনার কুলদীপ যাদবও কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং পেয়েছেন তিনি। আপাতত ৩২তম স্থানে রয়েছেন কুলদীপ। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে টেস্ট র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছেন জো রুট। ইংল্যান্ড (India vs England) বধের পর দল হিসাবে টেস্ট র‍্যাঙ্কিংয়ে দু’নম্বরে রয়েছে ভারত। 

[আরও পড়ুন: সতীর্থদের ভয় দেখিয়ে চিঠিতে সই, ব্যক্তিগত আক্রমণ, এবার হনুমাকে পালটা অন্ধ্র ক্রিকেট সংস্থার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement