যশ ঠাকুর। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কোরবোর্ডে মাত্র ১৬৩ রান। দলের প্রধান বোলার চতুর্থ ওভারেই চোট পেয়ে বেরিয়ে গেছেন। সেখান থেকে অধিনায়কের পেপটক, ‘আজ তোমারই দিন’। এই তিনটি শব্দ শুনেই দলকে ম্যাচ জেতালেন যশ ঠাকুর (Yash Thakur)। ময়ঙ্ক যাদবের পর লখনউয়ের (LSG) আকাশে ঘটল আরও এক তারার উত্থান। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের নায়ক এই পেসার। যদিও ময়ঙ্কের না থাকাটাই তাতিয়ে দিয়েছিল যশকে।
কে এল রাহুলের (K L Rahul) দলের ম্যাচ মানেই ক্রিকেটভক্তরা তাকিয়ে থাকেন ময়ঙ্ক যাদবের আগুনে গতি দেখতে। রবিবার রাতে মাত্র এক ওভার বল করেই চোটের জন্য উঠে যেতে বাধ্য হন তিনি। কিন্তু তাঁর অভাব বুঝতে দিলেন না যশ। শুভমান গিল, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়াদের ফিরিয়ে গুজরাট ব্যাটিংয়ের মেরুদণ্ডটাই ভেঙে দিলেন তিনি। ৩০ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হলেন লখনউয়ের নতুন তারকা পেসার। তার সঙ্গে তৈরি করলেন নতুন রেকর্ড। চলতি আইপিএলে প্রথম বোলার হিসেবে মেডেন ওভারে দুই উইকেট তোলেন যশ। ম্যাচের ১৫তম ওভারে এই রেকর্ডটি গড়েন তিনি।
ম্যাচ শেষে যশ বলেন, “পাঁচ উইকেট পেয়ে আর ম্যাচের সেরা হয়ে খুশি। গিলের বিরুদ্ধে আমার নিজস্ব পরিকল্পনা ছিল। কে এল রাহুলও সাহায্য করেছে। আর সেটাই কাজে লেগে গেল।” ময়ঙ্ক উঠে যাওয়ার পর তাঁকে সাহস যোগান লখনউ অধিনায়ক। সেটাই তাঁর বোলিং পারফরম্যান্সের আসল রহস্য। যশ বলেন, “ময়ঙ্ক চোট পাওয়ার পর কেএল বলে, এটা আমার দিন। আর আমিই লখনউকে ম্যাচ জেতাব। গিলের উইকেট নিয়ে সবচেয়ে আনন্দ পেয়েছি। মুহূর্তটা বহুদিন মনে থাকবে।”
Prediction: Kaptaan. Execution: Yash 💙 pic.twitter.com/KeSXdgTDBL
— Lucknow Super Giants (@LucknowIPL) April 8, 2024
ময়ঙ্কের মতো গতি না থাকলেও লাইন আর লেংথেই বেশি জোর দেন যশ। সিমের ব্যবহারও ভালো। লখনউয়ের আগের ম্যাচগুলোতে খেললেও সেভাবে দাগ কাটতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ জেতানো পারফরম্যান্সে নিজের জাত চেনালেন যশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.