সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ ওভারে তাঁকে পিটিয়ে কার্যত ছাতু করে দিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান করে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছিলেন এক নাইট। সেই ধাক্কা একেবারে সামলাতে পারেননি গুজরাট বোলার যশ দয়াল (Yash Dayal)। পরপর পাঁচ বলে পাঁচ ছক্কা খেয়ে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তরুণ পেসার।
গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে কেকেআরের ম্যাচের পর নায়ক হয়ে গিয়েছেন রিঙ্কু। ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ফিরছে তাঁর পাঁচ ছক্কার কাহিনী। তারপর থেকে প্রতি ম্যাচেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু একবারের জন্যও মাঠে দেখা যায়নি যশকে। ম্যাচে খেলা তো দূর, প্র্যাক্টিসেও নামেননি তিনি। প্রশ্ন ওঠে, তাহলে কি আর কোনওদিন আইপিএলে দেখা যাবে না দয়ালকে?
মঙ্গলবার ম্যাচের পর এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াকে। উত্তরে তিনি জানান, কেকেআর ম্যাচের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন যশ। প্রায় ৮ কেজি ওজন কমে গিয়েছে তাঁর। হার্দিক বলেন, “ভাইরাল সংক্রমণে কাবু হয়ে পড়েছে যশ। তাছাড়াও সেদিনের ম্যাচের পর তুমুল মানসিক চাপ পড়েছে ওর উপর। আপাতত যশের পক্ষে মাঠে নামা খুবই কঠিন। চলতি মরশুমে সম্ভবত ওকে আমরা খেলাতে পারব না।”
কেকেআর (KKR) ম্যাচের পর শোকের ছায়া নেমে এসেছে যশ দয়ালের পরিবারেও। তরুণ পেসারের বাবা বলেন, “পুরো ওভারটা একদম দুঃস্বপ্নের মতো ছিল। তবে এরকম দুঃসহ পরিস্থিতি থেকে আবারও ঘুরে দাঁড়াতে হবে। সেটাই খেলার নিয়ম। জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, সেখান থেকে আবার নতুন করে শুরু করা দরকার।” জানা গিয়েছে, আপাতত দিদির কাছেই চিকিৎসাধীন রয়েছেন যশ। আবার কবে মাঠে ফিরতে পারবেন তিনি, সেই প্রশ্নের উত্তর নেই কারোওর কাছেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.