বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের বোলিং সামলে ইতিমধ্যেই টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম দিনের তৃতীয় সেশনে ১৮৪ রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া। লড়াকু ইনিংস খেলে হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন ট্র্যাভিস হেড। ৭১ রানে ব্যাট করছেন তিনি। তবে বিপক্ষের তিন উইকেট তুলে নিয়েছে ভারতও।
ওভার ৮৫ প্রথম দিনের খেলা শেষ। ৩২৭ রানে তিন উইকেট হারিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া। ১৪৬ রানে অপরাজিৎ রয়েছেন ট্র্যাভিস হেড। ৯৫ রানে ব্যাটিং করছেন স্টিভ স্মিথও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে ব্যাকফুটে ভারত।
ওভার ৭৯.১ তিনশো রান পূরণ করল অস্ট্রেলিয়া। দুশো রানের উপর পার্টনারশিপ গড়েছেন ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথ। ৩১তম সেঞ্চুরির দোরগোড়ায় প্রাক্তন অজি অধিনায়ক স্মিথ। ১২৮ রানে ব্যাট করছেন হেড।
ওভার ৬৪.৪ সেঞ্চুরি ট্র্যাভিস হেডের। মাত্র ১০৬ বলে ১০০ রান করলেন অজি ব্যাটার। মহম্মদ শামির বলে এক রান নিয়ে শতরান পূরণ করলেন। অস্ট্রেলিয়ার স্কোর২৩৮/৩।
ওভার ৬১.৬ অর্ধশতরান স্টিভ স্মিথের।
ওভার ৫৮.১ ২০০ রান ছুঁল অস্ট্রেলিয়া।
সন্ধে ৭:৭৫ চা পানের বিরতি। ১৭০ রানে তিন উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। একটি করে উইকেট পেয়েছেন শামি, সিরাজ ও শার্দূল।
ওভার ৪৩.৫ আক্রমণাত্মক ইনিংস ট্র্যাভিস হেডের। মাত্র ৬০ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন অজি ব্যাটার। ৯টি চার মেরেছেন গোটা ইনিংসে। তিন উইকেট হারানোর পর অজি ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। শার্দূল ঠাকুরকে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।
ওভার ২৪.১ লাঞ্চের পর প্রথম বলেই উইকেট। ফর্মে থাকা লাবুশানেকে ফিরিয়ে দিলেন মহম্মদ শামি। বোল্ড হয়ে মাঠ ছাড়লেন অজি ব্যাটার। অস্ট্রেলিয়ার স্কোর ৭৬/৩।
বিকেল ৫:৪৫ লাঞ্চের পরে মাঠে নামল দুই দল।
বিকেল ৫ মধ্যাহ্নভোজের বিরতি। ম্যাচের প্রথম সেশনের পাল্লা ভারী অজিদের দিকেই। ৭৩ রানে দুই উইকেট গেলেও ক্রিজে রয়েছেন দলের সেরা দুই ব্যাটার-স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে।
ওভার ২১.৪ ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশানের পার্টনারশিপে ভর করে ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়া। তবে শার্দূল ঠাকুরের হাতেই শেষ হল ওয়ার্নারের ইনিংস। শর্ট বলে পুল মারতে গিয়ে ফস্কান বাঁহাতি ব্যাটার। দুরন্ত ক্যাচ ধরে তাঁকে ফেরত পাঠান কে এস ভরত। অজিদের স্কোর ৭১/২
ওভার ৩.৪ নিজের দ্বিতীয় ওভারেই উইকেট মহম্মদ সিরাজের। উসমান খোয়াজার ব্যাটে লেগে বল সোজা উইকেটকিপারের দস্তানায়। রান না করেই প্যাভিলিয়নে অজি ওপেনার। অস্ট্রেলিয়ার স্কোর ২/১।
দুপুর ৩ শুরু হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথম ওভারেই মহম্মদ শামির বোলিংয়ে সমস্যায় অজি ওপেনাররা।
দুপুর ২:৩০ টসে জিতে বোলিং নিলেন রোহিত শর্মা। মেঘাচ্ছন্ন আকাশ দেখে চার পেসারের সঙ্গে রবীন্দ্র জাদেজাকে নিয়ে নামছে ভারতীয় দল। প্রথম একাদশে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, শার্দূল ঠাকুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.