অস্ট্রেলিয়া: ৪৬৯/১০ ও ১২৩/৪ (লাবুশেন-৪১*)
ভারত: ২৯৬/১০ (রাহানে-৮৯, শার্দূল-৫১)
তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ২৯৬ রানে
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া। যার সৌজন্যে স্কোরবোর্ডের বিরাট রান তুলে নেন ওয়ার্নাররা। আবার ব্যাটিংয়েও জ্বলে উঠতে পারেনি ভারত। কামিন্সের দুর্দান্ত ছন্দের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিন শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় মিডল অর্ডার। তবে চাপের পরিস্থিতিতেও দুরন্ত লড়াই চালিয়ে যান রাহানে এবং শার্দূল। তাঁদের দুর্দান্ত পার্টনারশিপেই ফলোঅনের হাত থেকে বাঁচে ভারত।
প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠলেও এদিন অজিদের ভরসা স্মিথ ও হেডকে দ্রুত আউট করে জয়ের আশা জিইয়ে রাখলেন জাদেজা। তবে চতুর্থ দিন দ্রুত উইকেট ফেলতে না পারলে বিরাট রান তাড়া করে জেতা বেশ কঠিনই হয়ে পড়বে ভারতের কাছে। ফলে বোলারদের পাশাপাশি অগ্নিপরীক্ষা দিতে হবে ভারতীয় ব্যাটিং অর্ডারকেও।
Australia are piling on a sizeable lead at The Oval to take a hold in the #WTC23 Final 💪#AUSvIND pic.twitter.com/UspU0fDETC
— ICC (@ICC) June 9, 2023
দেখে নিন তৃতীয় দিনে দুই দলের ইনিংস।
ওভার ৪৩.৬: শামির ওভার দিয়েই শেষ হল তৃতীয় দিনের খেলা। ৪ উইকেটে ১২৩ রান অস্ট্রেলিয়ার। দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে থাকলেন কামিন্সরা। ক্রিজে রয়েছেন লাবুশেন (৪১*) এবং ক্যামেরন গ্রিন (৭*)।
ওভার ৩৬.৩: আরও এক সাফল্য জাদেজার। নিজের ডেলিভারিতে নিজেই ক্যাচ ধরে হেডকে প্যাভিলিয়নে ফেরালেন তিনি। ১৮ রানের ইনিংস খেলে আউট অজি দলের অন্যতম ভরসা হেড। ব্যাট করতে এলেন গ্রিন।
ওভার ৩৩.৬: ১০০ রানের গণ্ডি পেরল অস্ট্রেলিয়া। ১০৩ রান করতেই ব্যবধান বেড়ে দাঁড়াল ২৭৬। ফলে ভারতের জন্য টার্গেট ক্রমেই কঠিন হচ্ছে।
ওভার ৩০.২: গত ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্টিভ স্মিথ। অজি ব্যাটারকে এবার ফেরালেন ৩৪ রানে ফেরালেন জাদেজা। ক্যাচ ধরতে কোনও ভুল করেননি শার্দূল। ক্রিজে এখন ট্রেভিস হেড।
ওভার ২৪.৬: গত ১০ ওভারে অজি ব্যাটিং অর্ডারে ধাক্কা দিতে ব্যর্থ ভারতীয় পেসাররা। অস্ট্রেলিয়ার সংগ্রহ দুই উইকেটে ৮২।
ওভার ১৪.১: উমেশ যাদবের পেসে বেসামাল খাওয়াজা। ভরতের হাতে ক্যাচ তুলে ১৩ রানে আউট অজি ওপেনার। ব্যাট করতে নামলেন স্টিভ স্মিথ।
ওভার ১১: চায়ের বিরতিতে এক উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২৩। আপাতত ১৯৬ রানে এগিয়ে তারা।
ওভার ১০: এক উইকেট খুইয়ে ২২ রান অস্ট্রেলিয়ার। ক্রিজে রয়েছেন খাওয়াজা ও লাবুশেন।
ওভার ৩.৩: অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওয়ার্নারের মূল্যবান উইকেটটি তুলে নিলেন সিরাজ। ১ রান করে ভরতের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন অজি ওপেনার।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু।
ওভার ৬৯.৪: ২৯৬ রানে শেষ ভারতের ইনিংস। শামির উইকেটটি তুলে নিলেন স্টার্ক। ১৩ রানে আউট ভারতীয় তারকা। শূন্য রানে অপরাজিত থাকলেন সিরাজ। ১৭৩ রানে পিছিয়ে রইল টিম ইন্ডিয়া। তিনটি উইকেট তুলে নেন কামিন্স।
Australia wrap up India’s innings to take a massive lead 💪
Follow the #WTC23 Final 👉 https://t.co/wJHUyVnX0r pic.twitter.com/X4B0vDNVrV
— ICC (@ICC) June 9, 2023
ওভার ৬৮.৫: গ্রিনের বলে এলবিডব্লিউ সিরাজ। অন-ফিল্ড আম্পায়ার আউট দিলে ডিআরএস নেয় ভারত। দেখা যায়, তিনি নটআউট।
ওভার ৬৮.৩: গ্রিনের বলে ক্যারির হাতে ক্যাচ তুলে আউট শার্দূল। ১০৯ বল খেলে ৫১ রান করে ফিরলেন তিনি। ব্যাট হাতে নামলেন সিরাজ।
ওভার ৬৭.৬: চাপের মধ্যেও দুর্দান্ত ইনিংস শার্দূলের। বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন ভারতীয় অলরাউন্ডার। ৮ উইকেটে আপাতত ভারতের সংগ্রহ ২৯২।
ওভার ৬৫.৫: জ্বলে উঠেছেন কামিন্স। উমেশ যাদবের উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দিলেন। ৫ রানে প্যাভিলিয়নে ফিরলেন ভারতীয় পেসার। ক্রিজে শার্দূলের সঙ্গে খেলছেন শামি।
ওভার ৬৫.৩: ২৭০ রানের গণ্ডি টপকে ফলোঅন বাঁচাল টিম ইন্ডিয়া। এবার দেখার প্রথম ইনিংসে আর কত রান করতে পারে দল।
ওভার ৬১.৬: কামিন্সের ডেলিভারিতে রাহানের শট স্লিপে দাঁড়িয়ে ক্যাচ নিলেন গ্রিন। এক হাতে দুর্দান্ত ক্যাচ নিলেন তিনি। ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া রাহানের। ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৬১। ব্যাট করতে এলেন উমেশ যাদব।
ওভার ৫৯.৬: লাঞ্চের বিরতির আগে পর্যন্ত ৬ উইকেট খুইয়ে ভারতের রান ২৬০। ক্রিজে ৮৯ রানে রাহানে ও ৩৬ রানে শার্দূল অপরাজিত রয়েছেন।
ওভার ৫৯.৫: আবার কামিন্সের নিশানায় শার্দূল। বল ব্যাটে লেগে উইকেটকিপারের কাছে পৌঁছেছে দাবি করেন কামিন্স। নিশ্চিত হবে ডিআরএস নেন। কিন্তু শেষমেশ ডিআরএস নষ্ট হয়।
ওভার ৫৯.৪: কামিন্সের ডেলিভারির সামনে শার্দূল। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দিলেও পরে দেখা যায় সেটি নো বল। ফলে এ যাত্রায় রক্ষা পান শার্দূল।
ওভার ৫৮.২: রাহানে ও শার্দূলের চওড়া ব্যাটে ২৫০ রান পূরণ ভারতের। ২১৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। চাপের মুখেও ঠান্ডা মাথায় খেলে ৮১ রান করে ফেলেছেন রাহানে। তাঁর যোগ্য সঙ্গী শার্দূলের সংগ্রহ ৩৫ রান।
ওভার ৫৫.৬: ৫২ ওভার শেষে ভারতের স্কোর ২২০ রান। ক্রিজে রয়েছেন রাহানে (৬৫) এবং শার্দূল ঠাকুর (২৩)।
ওভার ৪৮.২: গ্রিনের ডেলিভারির সামনে রাহানে। এলবিডব্লিউর অ্যাপিল করলেন গ্রিন। অন-ফিল্ড আম্পায়ার আউট দিলেন না। ডিআরএস নিল অস্ট্রেলিয়া। আম্পায়ারের কলেই সম্মতি দিলেন থার্ড আম্পায়ার।
ওভার ৪৮.১: ২০০ রান ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া। ২৬৯ রানে পিছিয়ে দল।
ওভার ৪৫.৬: কামিন্সের বলে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করলেন রাহানে। ৯২ বলে অর্ধশতরান করলেন ভারতীয় ব্যাটার। ২৭৮ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। ছয় উইকেট খুইয়ে ভারতের সংগ্রহ ১৯১ রান।
ওভার ৩৮.২: তৃতীয় দিনের দ্বিতীয় বলেই ধাক্কা ভারতের (Team India)। স্কট বোল্যান্ডের বলে উইকেট খোয়ালেন কেএস ভরত। ৫ রান করে বোল্ড ভারতীয় উইকেটকিপার।
An early breakthrough for Australia as India’s slide continues 👀
Follow the #WTC23 Final 👉 https://t.co/wJHUyVnX0r pic.twitter.com/siCdibOh83
— ICC (@ICC) June 9, 2023
ঘড়ির কাঁটায় ৩টে বাজতেই শুরু তৃতীয় দিনের ম্যাচ। ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে (২৯) এবং ভরত (৫)।
দ্বিতীয় দিনের শেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাশ অস্ট্রেলিয়ার হাতেই যে ছিল, একথা বললেও অত্যুক্তি করা হবে না। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা রোহিতের ভারতের। রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলিরা একে একে ফিরে যান। চেতেশ্বর পূজারা, কোহলিও ব্যর্থ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.