সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বোর্ডের আর্থিক চুক্তি থেকে বাদ পড়তে চলেছেন ঋদ্ধিমান সাহা। বাংলার উইকেটকিপারকে ছেঁটে ফেলতে চলেছে বিসিসিআই (BCCI)। সেই সঙ্গে চুক্তির তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে অজিঙ্ক রাহানে ও ইশান্ত শর্মাকে। সূত্র মারফত জানা গিয়েছে, বোর্ডের চুক্তিতে উন্নতি হতে পারে সূর্যকুমার যাদব ও শুভমন গিলের। আগামী ২১ ডিসেম্বর বোর্ডের শীর্ষ বৈঠকেই এই ছবিটা পরিষ্কার হয়ে যাবে।
চলতি বছরের শুরুর দিকেই শোনা গিয়েছিল, ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে সোজাসুজিভাবেই ঋদ্ধিমানকে (Wriddhiman Saha) বাদ দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতের জন্য ঋষভ পন্থকে টেস্টের উইকেটকিপার হিসাবে তৈরি করা হবে, এই যুক্তিতেই ঋদ্ধিমানকে বাদ দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। ভারতীয় দলের হয়ে আর খেলতে দেখা যায়নি তাঁকে। কেন্দ্রীয় চুক্তিতে আর তাঁর জায়গা হবে না, এই বিষয়টি সকলেই অনুমান করতে পারছেন। একই পরিণতি হতে চলেছে অজিঙ্ক রাহানে ও ইশান্ত শর্মারও। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন তাঁরা।
সেই সঙ্গে জানা গিয়েছে, ধারাবাহিক ভাবে ভাল খেলার পুরস্কার পেতে চলেছেন সূর্যকুমার যাদব। বর্তমানে বোর্ডের চুক্তির ‘সি’ গ্রেডে রয়েছেন মুম্বইয়ের ব্যাটার। কিন্তু নতুন চুক্তিতে একধাপ উঠে ‘বি’ গ্রেডে উঠে আসতে পারেন তিনি। টেস্ট ও ওডিআইতে ভাল খেলার সুবাদে একই রকম উন্নতি হতে পারে শুভমন গিলেরও। তিনিও সি থেকে বি গ্রেডে উঠে আসতে পারেন তিনি। বর্তমানে বার্ষিক ১ কোটি টাকা পান এই দুই ক্রিকেটার। নতুন চুক্তিতে ৩ কোটি টাকা পেতে চলেছেন তাঁরা।
বোর্ডের চুক্তিতে (BCCI Contract) নতুন মুখ হিসাবে ঢুকে পড়তে পারেন ইশান কিষাণ। সদ্যই বাংলাদেশের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সেই জন্য ‘সি’ গ্রেডে তাঁকে বোর্ডের চুক্তির অন্তর্ভুক্ত করা হতে পারে বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে সূত্রের খবর, বোর্ডের কন্ট্র্যাকটে উন্নতি হতে পারে হার্দিক পাণ্ডিয়ার। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁকেই ভবিষ্যতের অধিনায়ক হিসাবে ভাবছেন অনেকে। গত বছর চোটের কবলে পড়ার কারণে চুক্তিতে অবনমন হয়েছিল তাঁর। কিন্তু এবার একধাপ উঠে আসতে পারেন হার্দিক পাণ্ডিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.