ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার : ফর্মুলা ওয়ান ঋদ্ধিমান সাহার বরাবরই খুব প্রিয়। ভারতীয় টিমের সফর কিংবা অবসরের বেশিরভাগ সময়টা ফর্মুলা ওয়ান দেখেই কাটে ঋদ্ধির। বাংলার হয়ে রনজি খেলতে ঋদ্ধি এখন বেঙ্গালুরুতে। রবিবার রাতে টিম হোটেলে ব্রাজিলে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান দেখছিলেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন। জানিয়ে দিলেন, এবারের রনজির পরই ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। অবসরের সিদ্ধান্তটা জানাতে খুব একটা ভাবতে হয়নি ঋদ্ধিকে। কারণ অনেক আগে থেকেই তিনি ঠিক করে রেখেছিলেন যে এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে। সিদ্ধান্তটা ঠিক করে ফেলেছিলেন গত আইপিএলের সময়ই। তাই এবারের আইপিএলের নিলামে নিজের নাম নথিভুক্ত করেননি। চাইলে হয়তো আরও একটা আইপিএল খেলেই দিতে পারতেন। কিন্তু ঋদ্ধি অনেক আগে থেকেই ঠিক করে নিয়েছিলেন ক্রিকেট থেকে অবসর নিলে সব ফরম্যাট থেকে একসঙ্গে অবসর নেবেন। বেছে বেছে কোনও ফরম্যাটেই তিনি খেলবেন না।
ঋদ্ধির ঘনিষ্ঠমহলে খবর নিয়ে জানা গেল, ঋদ্ধি ঠিক করে নিয়েছিলেন যে আইপিএলের নিলামের আগে তিনি সরকারিভাবে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তাছাড়া সামনেই বাংলার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি আর ওয়ান ডে রয়েছে। বঙ্গ টিম ম্যানেজমেন্টকেও তিনি কোনওরকম ধোঁয়াশায় রাখতে চাননি। তাই আগেভাগেই জানিয়ে দিলেন যে তিনি শুধু রনজি খেলবেন। সাদা বলের কোনও ফরম্যাটেই তিনি খেলবেন না। ক্রিকেট থেকে অবসরের পর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। সেটা কোচ হিসেবে। কোনও রাজ্য সংস্থাকে থেকে কোচিংয়ের প্রস্তাব এলে তিনি যে সেটা করতে আগ্রহী, তা ভারতীয় উইকেটকিপার-ব্যাটারের ঘনিষ্ঠমহলে খোঁজ নিয়ে জানা গেল। একইসঙ্গে এটাও জানা গেল যে কোনও ধরণের লেজেন্ডস লিগেও ভবিষ্যতে হয়তো ঋদ্ধিকে দেখা যাবে না। ক্রিকেট থেকে অবসরের পর অনেকেই এখন লেজেন্ডস লিগ খেলছেন। তবে ঋদ্ধির আপাতত সেরকম কোনও ইচ্ছে নেই। কারণ তিনি সব রকম ক্রিকেট থেকেই অবসর নিচ্ছেন। তাই অবসরের পর আর কোনও ধরনের ক্রিকেট লিগেই ফিরতে চান না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.