Advertisement
Advertisement
ঋদ্ধিমান সাহা

রনজি ফাইনালের আগে সুখবর, ফের বাবা হলেন ঋদ্ধিমান সাহা

রনজি ফাইনালের আগে খুশির হাওয়া বঙ্গ-শিবিরে।

Wriddhiman Saha has been blessed with a baby boy
Published by: Subhajit Mandal
  • Posted:March 7, 2020 9:59 am
  • Updated:March 7, 2020 9:59 am  

স্টাফ রিপোর্টার: রনজি ফাইনালের আগে সুখবর। ফের বাবা হলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। শুক্রবার টুইটারে ভারতের তারকা উইকেটকিপার জানিয়ে দিলেন তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। ঋদ্ধিমান ও তাঁর স্ত্রী রোমির একটি মেয়ে রয়েছে। যার নাম অনভি। শুক্রবার সদ‌্যোজাত পুত্রকে কোলে নিয়ে আবেগপ্রবণ ছবিও পোস্ট করেন ভারতীয় উইকেটকিপার। সঙ্গে লিখলেন, ‘আমাদের জীবনে চলে এল ছোট্ট এই সদস‌্য। আমি, রোমি আর আনভি সবাই মিলে তোমায় স্বাগত জানাতে চাই।’

[আরও পড়ুন: সুষ্ঠভাবে আইপিএল আয়োজনে বাড়তি সতর্কতা, ক্রীড়া ও স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনায় বোর্ড]

সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধিমান এমন খুশির খবর জানাতেই একের পর এক শুভেচ্ছাবার্তাও চলে আসে। জনৈক ক্রিকেটভক্তরা শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘ঋদ্ধিমান তোমায় অনেক শুভেচ্ছা।’ আবার কয়েকজন পোস্ট করেন, ‘আশা করছি জুনিয়র ঋদ্ধিও ভারতীয় জার্সিতে ক্রিকেট খেলবে।’ তবে, সমর্থকদের শুভেচ্ছাবার্তার মধ্যেও আপাতত ঋদ্ধির ফোকাস রনজি ট্রফির ফাইনাল। দলকে চ্যাম্পিয়ন করিয়েই রাজকোট থেকে ফিরতে চান তিনি। বাংলা দল সূত্রের খবর, এ দিন যিনি দ্বিতীয়বার সন্তানের জনক হলেন, সেই নিউজিল্যান্ড ফেরত ঋদ্ধিমান সাহাকে চার নম্বরে পাঠানোর একটা খসড়া তৈরি হয়েছে। ওপেনিং কম্বিনেশন এখনও ঠিক নয়। অভিমন্যুর সঙ্গে নবাগত সুদীপ ঘরামি হতে পারেন। শ্রীবৎস গোস্বামী, তিনিও হতে পারেন। তিনে সুদীপ চট্টোপাধ্যায়। চারে হয়তো ঋদ্ধি। সেক্ষেত্রে মনোজ যাবেন পাঁচে। অনুষ্টুপ ছ’নম্বর।

[আরও পড়ুন: করোনার আতঙ্কে স্থগিত শুটিং বিশ্বকাপ, অলিম্পিকের মঞ্চেও বড়সড় বদলের সিদ্ধান্ত]

শুক্রবার প্রায় বারো ঘণ্টা জার্নি করে কলকাতা থেকে রাজকোট পৌঁছেছে বাংলা। ফাইনালে নামার আগে অবশ্য বাংলা দল আরও একটা সুসংবাদ পেয়েছে। সৌরাষ্ট্রের হয়ে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। সৌরভের নেতৃত্বাধীন বোর্ড জাদেজাকে জানিয়ে দিয়েছে, আগে দেশ, তারপর রাজ্য। গত আট বছরে এই নিয়ে চারবার রনজির ফাইনালে নামছে সৌরাষ্ট্র।এই ম্যাচে জাদেজা থাকলে বাংলাকে কড়া চ্যালেঞ্জ জানানো যেত বলেই মনে করছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। তবে ফাইনালে পূজারা, জয়দেব উনাদকাটের মতো তারকা খেলবেন সে দলের হয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement