Advertisement
Advertisement
Rohit Sharma ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023, Rohit Sharma: লক্ষ্য স্থির, ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন রোহিত

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত।

World Cup wins dont come on platter, Team India desperate to win this trophy, says Rohit Sharma। Sangbad Pratidin

বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী রোহিত শর্মা। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 10, 2023 8:33 pm
  • Updated:August 10, 2023 8:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে বিশ্বকাপ জয়ের (ICC World Cup 2011) পর কেটে গিয়েছে ১২টা বছর। ৫০ ওভারের বিশ্বকাপ টিম ইন্ডিয়ার (Team India) কাছে অধরাই থেকে গিয়েছে। মাঝে ২০১৫ ও ২০১৯ সালের কাপ যুদ্ধের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল তারকাখচিত টিম ইন্ডিয়া। তাই সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, এবার ঘরের মাঠে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড কি বিশ্বকাপ জয়ের খরা মিটিয়ে নিতে পারবে? অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) দাবি বাড়তি তাগিদ দেখালে এবং আত্মবিশ্বাস বজায় রাখলে বিশ্বজয়ী হওয়া সম্ভব।

বৃহস্পতিবার অর্থাৎ ১০ আগস্ট মুম্বইয়ের একটি রোহিত বলেন, “সত্যি বলতে আমি নিজেই এখনও পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পাইনি। আর তাই আমিও বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরণ হলে আমি দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হব।”

Advertisement

[আরও পড়ুন: Virat Kohli Class 10 Marksheet: বিরাটের মাধ্যমিকের মার্কশিট ভাইরাল, এরপর কী হল…..?]

ভারত নিজের ঘরের মাঠে নিঃসন্দেহে ফেভারিট। তবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোও কিন্তু জোর লড়াই দেবে। সেটা রোহিত বেশ ভালভাবেই জানেন। আর তাই যোগ করেন, “বিশ্বকাপ আমাদের প্লেটে কেউ বেড়ে দেবে না। কাপ জিততে হলে অনেক কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। সেই ২০১১ সাল থেকে আমরা বিশ্বজয়ী হওয়ার জন্য লড়াই করছি। আগামী কয়েকটা মাস সেই লড়াই বজায় রাখতে হবে।”

২০১১ সালের পর ২০১৩। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। এরপর থেকে আইসিসি ট্রফি অধরাই থেকে গিয়েছে। রোহিতের অধিনায়কত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কয়েক মাস আগে বিশ্ব টেস্ট ফাইনালেও হারতে হয়েছে। তবে রোহিতের দাবি তাঁর দলের সবাই এবার চাকা ঘোরানোর জন্য মরিয়া হয়ে আছে।

২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। তবে সেবার পাঁচটি শতরান করেছিলেন রোহিত। যদিও গত কয়েক বছর ধরে তাঁকে সেই আগ্রাসী মেজাজে দেখা যাচ্ছে না। সঙ্গে ফিটনেস নিয়ে চলছে নেতিবাচক আলোচনা।

যদিও বাইরের আলোচনাকে উড়িয়ে দিচ্ছেন রোহিত। তিনি শেষে বলেন, “আমি প্রথমে ব্যাটার। পরে অধিনায়ক। তাই আমি দলের জন্য কীভাবে দ্রুত রান তোলা যায় সেটা নিয়েই চিন্তা করি। সেটাই আমার প্রাথমিক লক্ষ্য।”

[আরও পড়ুন: পাঁচ মাসে একবারও ডোপ পরীক্ষা হয়নি বিরাট-রোহিতের! সর্বাধিক টেস্ট অলরাউন্ডার জাদেজার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement