সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের অনূর্ধ্ব ১৯ দল (India Women Under 19)। প্রথমবার তাদের হাত ধরেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। বৃহস্পতিবার ঘরে ফিরলেন বিশ্বজয়ী দলের সদস্য দুই বঙ্গকন্যা তিতাস সাধু (Titas Sadhu) ও ঋষিতা বসু। কলকাতা বিমানবন্দরে তাঁদের সংবর্ধনা দেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সেরা তিতাস জানিয়েছেন, আপাতত জাতীয় দলের হয়ে নিয়মিত খেলার লক্ষ্য নিয়েই এগোতে চান তিনি।
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (Under 19 Women’s World Cup) ফাইনালে শেফালি ভার্মার নেতৃত্বে খেলতে নামে ভারতীয় দল। বঙ্গকন্যা তিতাস-সহ টিম ইন্ডিয়ার অনবদ্য বোলিংয়ের দাপটে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় ব্রিটিশ ইনিংস। হাসতে হাসতে ম্যাচ জেতে ভারত। প্রথম বার এই টুর্নামেন্টে খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় ভারত। মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেওয়া তিতাসের হাতে তুলে দেওয়া হয় ম্যাচের সেরার শিরোপা।
ভারতের বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন তিন বঙ্গকন্যা। তাঁদের মধ্যে দু’জন বাড়িতে ফিরলেও সিনিয়র দলের হয়ে খেলার জন্য ফিরতে পারেননি উইকেটকিপার রিচা ঘোষ। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ম্যাচের সেরা তিতাস বললেন, “জাতীয় দলের হয়ে খেলার জন্যই প্রস্তুতি নিচ্ছি। এছাড়াও সামনেই আইপিএল রয়েছে। সেখানেও খেলার সুযোগ পেতে চাই। ছোটবেলা থেকে যাঁরা আমার খেলায় সমর্থন জুগিয়েছেন, এই সাফল্য তাঁদেরই উৎসর্গ করতে চাই।”
বিশ্বজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর। বোর্ডের তরফ থেকে পুরষ্কার তুলে দিয়েছেন ক্রিকেটারদের হাতে। কী পরামর্শ দিয়েছেন মাস্টার ব্লাস্টার? তিতাসের জবাব, “বললেন, এই সফর থেকে যা কিছু শিখেছি, সেটা সারাজীবন কাজে লাগবে।” বিশ্বজয়ীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, “সরকার সবসময় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। পরিকাঠামো গড়ে তোলার জন্য যাবতীয় সাহায্য করতেও আগ্রহী রাজ্য সরকার।” ইতিমধ্যেই বিশ্বজয়ী দলের সদস্যদের জন্য আর্থিক পুরষ্কার ঘোষণা করেছে রাজ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.