Advertisement
Advertisement

Breaking News

দল বিশ্বকাপের জন্য তৈরি, কোনও সংশয় নেই! অস্ট্রেলিয়া ম্যাচ হেরেও হুঙ্কার রোহিতের

বিশ্বকাপের দলে অশ্বিন নাকি অক্ষর? ঠিক করে ফেলেছেন ভারত অধিনায়ক।

World Cup Squad: Rohit ‘not confused’ between Axar and Ashwin | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 28, 2023 10:10 am
  • Updated:September 28, 2023 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের আগে শেষ স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচে বিশ্রীভাবে হারতে হয়েছে। ৬৬ রানের ব্যবধানটা নেহাত কম নয়। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির বোলিং আক্রমণের বিরুদ্ধে যে ভারতীয় মিডল-অর্ডারকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, গ্লেন ম্যাক্সওয়েলের সামনে সেই ভারতীয় ব্যাটিং বিভাগই মাথা নুইয়ে ফেলল। তবে এসব সত্ত্বেও বিন্দুমাত্র চিন্তিত নন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাফ বলে দিচ্ছেন, তাঁর দল বিশ্বকাপের জন্য পুরোপুরি তৈরি।

বুধবার ম্যাচের পর আসন্ন বিশ্বকাপ (Cricket World Cup) নিয়ে আশার কথাই শোনালেন রোহিত। ভারত অধিনায়কের সাফ কথা, দল তৈরি। সকলেই জানে তাঁর কী কাজ। কারও মধ্যে কোনও সংশয় নেই। বুধবার ম্যাচের শেষে রোহিত বলছিলেন,”আমাদের ১৫ জনের দলে কার কী কাজ, কার থেকে আমরা কী চাই, এই সব কিছুই খুব স্পষ্ট। আমাদের মধ্যে কোনও দ্বিধা নেই। আমরা জানি কী করতে যাচ্ছি।”

Advertisement

[আরও পড়ুন: দুর্গাপুজোতে নবান্ন বনাম রাজভবন, ‘দুর্গাভারত সম্মান’ দেবেন রাজ্যপাল]

রোহিত বলছেন, “শেষ সাত-আটটা ম্যাচ আমরা আলাদা আলাদা পরিবেশে বেশ ভালই খেলেছি। প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। সেগুলোও ভাল ভাবে সামলাতে পেরেছি।” শেষ ম্যাচে রোহিত নিজে যেভাবে ব্যাট করেছেন তাতে অনেকেই আশাবাদী হবেন। ভারতীয় ক্রিকেটের ‘হিটম্যান’ ৮১ রানের ইনিংসে নয়া রেকর্ডও গড়েছেন। দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০টি ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক। এই মুহূর্তে রোহিতের ছক্কার সংখ্যা ৫৫১। রোহিতের উপরে রয়েছেন শুধু ক্রিস গেইল। তাঁর ছক্কার সংখ্যা ৫৫৩।  বিশ্বকাপে নিশ্চিত গেইলকে টপকে যাবেন রোহিত।

[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরের জের, অবশেষে ডেঙ্গু নিয়ে নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয়]

বৃহস্পতিবারই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ভারতীয় দল। ‘চোটগ্রস্ত’ অক্ষর প্যাটেল (Axar Patel) নাকি রবিচন্দ্রন অশ্বিন, কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তাই নিয়ে যত জল্পনা। রোহিতের অবশ্য সাফ কথা, তাঁর ১৫ জনের দল আগেই ঠিক করা আছে। অক্ষর যদি ফিট হতে পারেন, তাহলে তাঁকেই দলে নেওয়া হবে। নাহলে অশ্বিনের ডাক পড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement