Advertisement
Advertisement
World Cup 2023

১৪ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে আপত্তি নেই, জটিলতা কাটিয়ে জানাল পাকিস্তান

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের পাশাপাশি পাকিস্তানের আরও একটি ম্যাচের দিন বদলেছে।

World Cup 2023: PCB agrees to play against India on Oct 14 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 2, 2023 10:31 am
  • Updated:August 2, 2023 10:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিটল যাবতীয় জটিলতা। পরিবর্তিত দিনে ভারতের বিরুদ্ধে খেলায় রাজি পাকিস্তান ক্রিকেট দল। অর্থাৎ আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের সাক্ষী থাকবে গোটা বিশ্ব।

বদলে যাবে বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত-পাকিস্তান ম্যাচের দিন। এ কথা আগেই জানানো হয়েছিল আইসিসির তরফে। যেহেতু ১৫ অক্টোবর থেকে নবরাত্রি শুরু, তাই ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। আর সেই কারণেই ঠিক হয়, ১৫ তারিখের পরিবর্তে ১৪ তারিখ হবে ম্য়াচ। জানা গিয়েছে, আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সঙ্গে এ বিষয়ে একমত হয়েছে পাক ক্রিকেট বোর্ড। তাদের তরফে জানানো হয়েছে, ১৪ অক্টোবর আহমেদাবাদে খেলতে তাদের কোনও আপত্তি নেই।

Advertisement

[আরও পড়ুন: ভাইয়ের বিরুদ্ধে মন্তব্য করার শাস্তি, মেরে মুখ ফাটানো হল ‘কালীঘাটের কাকু’র দাদার!]

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের পাশাপাশি পাকিস্তানের (India vs Pakistan) আরও একটি ম্যাচের দিন বদলেছে। প্রথমে প্রকাশিত সূচি অনুযায়ী, ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার কথা ছিল বাবর আজমদের। কিন্তু এবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ১০ অক্টোবর। অর্থাৎ ভারতের বিরুদ্ধে খেলার আগে দিন তিনেকের বিশ্রাম পেয়ে যাবে পাকিস্তান। তাই সবমিলিয়ে আর নয়া সূচি নিয়ে কোনও আপত্তি করেনি পিসিবি।

তবে শুধু দু’টি ম্যাচই নয়, শোনা যাচ্ছে, টুর্নামেন্টের আরও কয়েকটি ম্যাচের দিনক্ষণ বদলাতে পারে। বিসিসিআই সূত্রে খবর, আগামী ১০ আগস্টের আগেই সেই সূচি ঘোষিত হবে। আর সব ঠিকঠাক থাকলে ১০ আগস্ট থেকে শুরু হয়ে যাবে বিশ্বকাপের টিকিট বিক্রি। অনলাইনে টিকিট কেটে নিতে পারবেন সমর্থকরা।

[আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে রেললাইনে ধস, শিয়ালদহ-নৈহাটি শাখায় ব্যহত ট্রেন চলাচল, নাজেহাল যাত্রীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement