Advertisement
Advertisement

Breaking News

Michael Vaughn

World Cup 2023: ‘ভারতকে যারা হারাবে, তারাই জিতবে বিশ্বকাপ’, বড় ভবিষ্যদ্বাণী করলেন মাইকেল ভন

প্রত্যাশার চাপ একমাত্র থামাতে পারে ভারতকে, বলছেন ভন।

World Cup 2023: Michael Vaughan has offered a bold prediction about India's prospects at the ODI World Cup । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 26, 2023 11:50 am
  • Updated:September 26, 2023 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কে জিতবে এবারের বিশ্বকাপ? কী হবে মেগাইভেন্টে? এনিয়ে বহুদিন থেকেই চলছে চর্চা। প্রাক্তনরা তাঁদের মতামত জানাচ্ছেন। বিশ্বকাপ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন (Michael Vaughn)। যা শোনার পরে সবাই বলবেন ভন এগিয়ে রাখছেন ভারতকেই (India)।

কারণ বিশ্লেষণ করেছেন স্বয়ং তিনিই। এক্স প্ল্যাটফর্মে ভন টুইট করেছেন, ”আমার কাছে বিষয়টা পরিষ্কার। ভারতকে যে দল হারাবে, তারাই বিশ্বকাপ জিতবে। ভারতের পিচে ভারতের ব্যাটিং লাইন আপ দারুণ শক্তিশালী। সেই সঙ্গে রয়েছে তাদের বোলিং। তবে শুধুমাত্র প্রত্যাশার চাপ ভারতকে থামাতে পারে।”

Advertisement

[আরও পড়ুন: Hangzhou Asian Games 2023: ফের ভারতের ঘরে এল পদক, এবার জল থেকে রুপো জিতলেন নেহা ঠাকুর]

 

ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের পরে এই ভবিষ্যদ্বাণী করেন ভন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারত জিতে নিয়েছে ২-০-এ। তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পাহাড়প্রমাণ ৩৯৯ রান করে। ভারতীয় ব্যাটারদের দুরন্ত ব্যাটিং দেখার পরে মাইকেল ভনের উপলব্ধি ঘরের মাঠে ভারতকে হারানো প্রচণ্ড কঠিন।

তবে বিশ্বকাপ লম্বা টুর্নামেন্ট। একটা ম্যাচই পার্থক্য গড়ে দিতে পারে। বিশ্বকাপ ক্রিকেট শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু বিশ্বযুদ্ধ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। রোহিত শর্মার দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

[আরও পড়ুন: ‘ভারতীয়দের সঙ্গে আমি কি যুদ্ধ করতে যাচ্ছি?’ পাক সাংবাদিককে তোপ দাগলেন হ্যারিস রউফ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement