Advertisement
Advertisement
World Cup 2023

World Cup 2023: ‘বন্দেমাতরম’ গেয়ে টিম ইন্ডিয়াকে চাঙ্গা করলেন অরিজিৎ সিং, দেখুন ভিডিও

আর কে কে মঞ্চ মাতালেন? দেখে নিন।

World Cup 2023: Arijit Singh's Performance Ahead Of India vs Pakistan Match | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 14, 2023 5:40 pm
  • Updated:October 14, 2023 6:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু বাইশ গজেই নয়, ম্যাচ শুরুর আগেই সার্বিকভাবে জমে উঠেছিল ভারত-পাক লড়াই। সৌজন্যে অরিজিৎ সিং-সহ একঝাঁক সঙ্গীতশিল্পীর অনবদ্য পারফরম্যান্স। ‘বন্দেমাতরম’ থেকে ‘৮৩ ছবির ‘লেহেরা দো’-সহ বিভিন্ন দেশাত্মবোধক গানেই টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করলেন বর্তমানে বলিউডের একনম্বর গায়ক।

শনিবার বিশ্বকাপের (World Cup 2023) মহারণের আগে যে জমকালো অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তা আগেই জানিয়েছিল আইসিসি (ICC)। সকলেই টিভির পর্দায় অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অরিজিৎ, সুনিধি চৌহান, সুখবিন্দর সিংদের পারফরম্যান্স দেখার। কিন্তু পরে জানা যায়, সেই অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই। তা টিভিতে সম্প্রচার করা হবে না। অগত্যা সোশাল মিডিয়াই ভরসা। অনুষ্ঠানের পরই নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে নানা ভিডিও। আর সেখানেই শোনা যায়, অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘তুম কিয়া মিলে’, ‘লেহেরা দো’, ‘হিরিয়ে’, ‘এ বতন’, ‘ঝুমে যো পাঠান’-এর মতো জনপ্রিয় গানগুলো।

Advertisement

[আরও পড়ুন: হায়দরাবাদের সমর্থন আহমেদাবাদে বদলে গেল টিটকিরিতে, এ কী শুনতে হল বাবরকে!]

এ ছাড়াও সুনিধি চৌহান, সুখবিন্দর সিং এবং শংকর মহাদেবনের পারফরম্যান্সে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম জমজমাট হয়ে ওঠে। উল্লেখ্য, এর আগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা শোনা গিয়েছিল। যেখানে আশা ভোসলে, রণবীর সিং, শ্রেয়া ঘোষালদের পারফর্ম করতেন। যদিও বিসিসিআই সেসময় এমন কোনও খবর নিশ্চিত করেনি। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে সঙ্গীতশিল্পীদের অনুষ্ঠানে বিশ্বকাপের মেজাজ দ্বিগুণ হয়ে গেল।

এদিন টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে সাতবার হারিয়েছে টিম ইন্ডিয়া। অষ্টমবার বাবর আজমদের হারাতে মরিয়া রোহিত অ্যান্ড কোং।

[আরও পড়ুন: হামাস-ইজরায়েল যুদ্ধ অব্যাহত, তেল আভিভে বিমান বাতিলের মেয়াদ বাড়াল এয়ার ইন্ডিয়া

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement