Advertisement
Advertisement

Breaking News

D Gukesh and MS Dhoni

ধোনির আইপিএল বেতনের থেকেও বেশি ট্যাক্স দেবেন বিশ্বজয়ী গুকেশ! কীভাবে?

দেশে ফিরতেই রাজকীয় অভ্যর্থনা পেলেন সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া গুকেশ।

World Chess Champion D Gukesh will pay more taxes than MS Dhoni's Current IPL salary
Published by: Arpan Das
  • Posted:December 16, 2024 6:48 pm
  • Updated:December 16, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন। সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বজয় করেছেন ডি গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তিনি পেয়েছেন ১১ কোটি টাকা। অবশ্য তার থেকে একটা বড় অংশ জমা দিতে হবে ট্যাক্সের খাতায়। তাতেও তিনি যা পাবেন, তা ধোনির আইপিএল বেতনের থেকেও বেশি।

আইপিএলের মহা নিলামের আগে ধোনিকে রিটেইন করেছিল চেন্নাই সুপার কিংস। আনক্যাপড ভারতীয় হিসেবে রিটেইন হওয়ায় তাঁর বেতন ৪ কোটি টাকা। গুকেশ এর আগে স্বীকার করেছেন ধোনিই তাঁর আদর্শ।

Advertisement

চ্যাম্পিয়নশিপের প্রতিটি ক্লাসিকাল ম্যাচ জিতলে পাওয়া যায় ২ লক্ষ ডলার। গুকেশ তিনটি ম্যাচ জেতায় পেয়েছেন ৬ লক্ষ ডলার। অন্যদিকে দুই ম্যাচ জিতে লিরেন পেয়েছেন ৪ লক্ষ ডলার। ২৫ লক্ষ ডলার মোট পুরস্কার মূল্যের বাকিটা ভাগ হয়েছে দুজনের মধ্যে। অর্থাৎ সেখানে গুকেশের প্রাপ্তি ৭.৫ লক্ষ ডলার। সব মিলিয়ে ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ১৫ লক্ষ টাকা।

ভারতে ১৫ লক্ষ টাকার বেশি আয় করলে ৩০ শতাংশের বেশি ট্যাক্স দিতে হয়। আর আয় যদি পাঁচ কোটি টাকার বেশি হয়, তাহলে ট্যাক্স দিতে হয় ৩৭ শতাংশ পর্যন্ত। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষাখাতে কর দিতে হয় চার শতাংশ। অনুমান এই হিসেবে গুকেশকে পুরস্কারমূল্যের ৪.৬৭ কোটি টাকা কর দিতে হবে বলে অনুমান। অর্থাৎ, আইপিএলে এবার ধোনির যে বেতন, তার থেকে বেশি ট্যাক্স কাটা যাবে গুকেশের। 

এদিনই দেশে ফিরেছেন গুকেশ। আর তামিলনাড়ুতে নামতেই প্রবল জনসমাদর পেয়েছেন তিনি। আপ্লুত গুকেশ বলছেন, “এই জায়গায় পৌঁছতে পেরে খুব খুশি। আমার সাফল্য দেশের কাছে কত গুরুত্বপূর্ণ, তা টের পাচ্ছি। আপনাদের শক্তিতেই এগিয়ে যেতে চাই।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement