Advertisement
Advertisement

Breaking News

World Championship of legends

ফের ভারতের ‘বিশ্বজয়’! লেজেন্ডসদের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন যুবরাজরা

লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হলেন ইউসুফ পাঠান।

World Championship of legends: India cricket team beats Pakistan in final
Published by: Arpan Das
  • Posted:July 14, 2024 9:53 am
  • Updated:July 14, 2024 10:06 am  

পাকিস্তান চ্যাম্পিয়ন্স: ১৫৬/৬ (শোয়েব মালিক ৪১, অনুরীত সিং ৪৩/৩)
ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স: ১৫৯/৫ (রায়ডু ৫০, ইয়ামিন ২৯/২)
৫ উইকেটে জয়ী ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৪ দিন আগে বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। তার রেশ এখনও ফুরিয়ে যায়নি। তার মধ্যেই ফের ক্রিকেটে বিশ্বজয়ের স্বাদ। তাও আবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে। লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের (World Championship of Legends) ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নিলেন যুবরাজ সিংরা (Yuvraj Singh)।

Advertisement

গ্রুপ পর্বে হার মানতে হয়েছিল শোয়েব মালিকদের কাছে। কিন্তু ফাইনালে পাকিস্তানকে মাথা তুলে দাঁড়াতেই দিল না ভারতের চ্যাম্পিয়নরা (India Champions)। শনিবার ইংল্যান্ডের বার্মিংহামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান। কিন্তু অনুরীত সিং, ইরফান পাঠানের দাপটে বড় রান তুলতে পারেনি তারা। একমাত্র শোয়েব মালিক ৩৬ বলে ৪১ রান করে কিছুটা চেষ্টা করেন। অনুরীত সিং ৪৩ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট পান বিনয় কুমার, পবন নেগি ও ইরফান পাঠান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে পাকিস্তানের ইনিংস।

[আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে নায়ক সুয়ারেজ, টাইব্রেকারে কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় স্থান উরুগুয়ের]

জবাবে শুরু থেকেই ঝড় তোলে রবিন উথাপ্পা ও অম্বাতি রায়ডুর (৫০) জুটি। কিন্তু উথাপ্পা ফিরে যাওয়ার পর দ্রুত আউট হয়ে যান তিন নম্বরে নামা সুরেশ রায়না। সেখান থেকে ভারতকে লড়াইকে ফেরান রায়ডু আর গুরকিরাত সিং মান (৩৪)। তার পর আর ফিরে তাকাতে হয়নি। ভারতের দুই ব্যাটার আউট হয়ে গেলেও জুটি বাঁধেন ইউসুফ পাঠান এবং যুবরাজ সিং। ইউসুফ ১৬ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। অন্যদিকে সেমিফাইনালের মতো বিধ্বংসী ইনিংস খেলেননি যুবরাজ। বরং অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যান। শেষ ওভারে দরকার ছিল মাত্র ১ রান। প্রথম বলেই চার মেরে ম্যাচ শেষ করে দেন ইরফান পাঠান। ৫ উইকেটে ম্যাচ জিতে লেজেন্ডসদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিজয়ী হল ভারত। টুর্নামেন্টের সেরা হলেন ইউসুফ পাঠান। 

[আরও পড়ুন: পন্টিংয়ের সঙ্গে সাত বছরের সম্পর্ক শেষ দিল্লির, কোচের পদে জল্পনা সৌরভকে নিয়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement