সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কা ছিলই। অবশেষে অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল মহিলাদের টি-২০ বিশ্বকাপ। আইসিসির তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে বিশ্বকাপ। দুবাই এবং শারজা-দুটি মাঠে বিশ্বকাপের সব ম্যাচ আয়োজন করা হবে বলে জানিয়েছে আইসিসি।
The ninth edition of ICC Women’s #T20WorldCup to be held in October 2024 has been relocated to a new venue.
Details 👇https://t.co/JnAyFlcJCv
— T20 World Cup (@T20WorldCup) August 20, 2024
চলতি মাসের শুরু থেকেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যদিও অগ্নিগর্ভ পরিস্থিতি সত্ত্বেও নিজেদের দেশেই মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই মর্মে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশ্বকাপ আয়োজন করার অবস্থা নিয়ে সেনাপ্রধানকে চিঠিও লেখা হয় বোর্ডের তরফে। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই সংশয়ে ছিল আইসিসি। বিকল্প হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহীর নামও ভেবে রাখা হয়েছিল।
অবশেষে মঙ্গলবার আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ থেকে সরিয়ে আরবে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। তবে আয়োজকদের ভূমিকায় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। বিবৃতিতে বলা হয়েছে, “মহিলাদের টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে আয়োজন করতে না পারাটা খুবই লজ্জাজনক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবরকমভাবে চেষ্টা করেছে বিশ্বকাপ আয়োজনের। তবে অংশগ্রহণকারী একাধিক দেশের তরফে যা নির্দেশিকা জারি করা হয়েছিল, তাতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব হয়ে পড়ে।”
তবে আইসিসির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হলেও আয়োজক হিসাবে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচ খেলা হবে দুটি কেন্দ্রে। পূর্বনির্ধারিত সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। নির্দিষ্ট সময়েই দুবাই এবং শারজায় পৌঁছে যাবে অংশগ্রহণকারী দলগুলো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.