Advertisement
Advertisement
Women's T20 World Cup

বাংলাদেশের অবস্থায় চিন্তিত আইসিসি, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে আমিরশাহীতে!

ভারত যে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব নেবে না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন জয় শাহ।

Women's T20 World Cup: Report says UAE Possible Candidate To Host tournament instead of Bangladesh
Published by: Arpan Das
  • Posted:August 16, 2024 10:24 pm
  • Updated:August 16, 2024 11:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শুরু থেকেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। এদিকে ক্রমশ এগিয়ে আসছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বেগজনক অবস্থায় সেপ্টেম্বরে আদৌ সেই দেশে টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা সেটা নিয়ে চিন্তিত আইসিসিও। সেক্ষেত্রে বিকল্প স্থানও ভেবে রাখছে নিয়ামক সংস্থা।

৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। কিন্তু বাংলাদেশের এই অশান্ত পরিবেশে সেই বিশ্বকাপ করা যাবে কিনা তা নিয়ে এখন থেকেই তীব্র সন্দেহ দানা বেঁধেছে। ১০ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হওয়ার কথা সিলেট ও ঢাকায়। জুলাইয়ে আইসিসি-র বার্ষিক সাধারণ সভার পরই সেখানে টুর্নামেন্টের ভবিষ্যৎ প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: আদালতের নির্দেশে ফের নির্বাসন আতঙ্ক! বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেই সমস্যায় কুস্তি ফেডারেশন]

সেক্ষেত্রে বিকল্প হিসেবে শোনা যাচ্ছিল শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহীর নাম। যদিও সূত্রের খবর অনুযায়ী সেই লড়াইয়ে কিছুটা এগিয়ে রয়েছে আমিরশাহী। মূলত নিরাপত্তা নিয়ে ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে আইসিসি। অন্যান্য অংশগ্রহণকারী দেশগুলি বাংলাদেশে আসবে কিনা সেটাও চিন্তার বিষয়। ভারত যে বিশ্বকাপ আয়োজন করতে চায় না, সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন জয় শাহ।

[আরও পড়ুন: বাবার স্বপ্ন, মায়ের সাহস! অলিম্পিকের পর লড়াকু জীবনের গল্প শোনালেন ভিনেশ]

যদিও বিসিবি থেকে চেষ্টার কমতি রাখছে না। বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে ইতিমধ্যেই দেশের সেনাপ্রধানকে বোর্ডের তরফে চিঠি দিয়েছে তারা। অন্তর্বর্তী সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য রাষ্ট্রসংঘের কাছে আবেদন করেছে বলেও জানা যাচ্ছে। যদিও এখনই কোনও রকম সিদ্ধান্তে আসতে রাজি নয় আইসিসি। বিসিবিও নিয়মিত যোগাযোগ রাখছে তাদের সঙ্গে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিকল্প ভেন্যুর কথা ভেবে রাখছে তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement