Advertisement
Advertisement
Women's Asia Cup 2024

ব্যর্থ রিচা-স্মৃতির লড়াই, এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার ভারতের মেয়েদের

প্রথমবার এশিয়া কাপ জিতে ইতিহাস গড়ল শ্রীলঙ্কার মেয়েরা।

Women's Asia Cup 2024: Sri Lanka beats India Women's Team in Final
Published by: Arpan Das
  • Posted:July 28, 2024 6:14 pm
  • Updated:July 28, 2024 6:48 pm

ভারত: ১৬৫/৬ (স্মৃতি ৬০, রিচা ৩০, কভিশা ৩৬/২)
শ্রীলঙ্কা: ১৬৭/২ (চামারি ৬১, হর্ষিথা ৬৯, দীপ্তি ৩০/১)
৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কার মেয়েরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে থেমে গেল ভারতের মেয়েদের জয়যাত্রা। শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবারের জন্য এশিয়া সেরা হতে পারল না টিম ইন্ডিয়া। রিচা ঘোষ, স্মৃতি মন্ধানার দাপুটে ব্যাটিং সত্ত্বেও হার মানতে হল ভারতকে। প্রথমবার এশিয়া কাপ (Women’s Asia Cup 2024) জিতে ইতিহাস গড়ল শ্রীলঙ্কার মেয়েরা। হরমনপ্রীতরা ম্যাচ হারলেন ৮ উইকেটে। 

Advertisement

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের (India Women’s Cricket Team) অধিনায়ক হরমনপ্রীত কউর। গোটা টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ব্যাট করেছেন শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা। এদিন যদিও শুরু থেকেই সেভাবে ছন্দে ছিলেন না শেফালি। ১৯ বলে ১৬ রান করে আউট হয়ে যান তিনি। কিন্তু লাগাম পড়ানো যায়নি স্মৃতির ব্যাটে। ৪৭ বলে ৬০ রানের ইনিংস সাজানো ছিল ১০টি চার দিয়ে। উমা ছেত্রী, হরমনপ্রীত কউর কেউই রান পাননি। সেই সময় জেমাইমা রড্রিগেজের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যান স্মৃতি। এবং শেষের দিকে আগুন ছোটান বাংলার মেয়ে রিচা। ১৪ বলে ৩০ রান করেন ভারতের উইকেটকিপার। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার ইনিংস থামে ১৬৫ রানে।

[আরও পড়ুন: ‘কর্মে ভরসা রেখেই সাফল্য’, ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতে বলছেন মনু]

টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে ভারত যে ভঙ্গিতে রান করেছে, এদিনের রান সেই তুলনায় কমই ছিল। কিন্তু তা সত্ত্বেও ভারতের বোলাররা দাগ কাটতে পারলেন না। একেবারে শুরুতেই রানআউট হয়েছিলেন গুণারত্নে। কিন্তু তার পরই ক্রিজে দাঁড়িয়ে গেলেন অধিনায়ক চামারি আতাপাত্তু। পাকিস্তান ম্যাচেও দুরন্ত ইনিংস খেলেছিলেন তিনি। এদিনও ৪৩ বলে ৬১ রান করে চামারি বাধা হয়ে দাঁড়ালেন ভারতের জন্য। তিনি ফিরে গেলেও থামেনি হর্ষিথা আর কভিশার ব্যাট। রেণুকা সিং, রাধা যাদবদের সেরা ফর্মে পাওয়া গেল না। তার মধ্যে একাধিক ক্যাচও পড়ল। ছয় মেরে জয় ছিনিয়ে নিল শ্রীলঙ্কা। ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে হারল ভারতের মেয়েরা।

[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে শোকের ছায়া, গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement