Advertisement
Advertisement
Women's Asia Cup 2022

মহিলাদের এশিয়া কাপ: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে কার্যত সেমিফাইনালে ভারত

পাকিস্তানের বিরুদ্ধে হারের জ্বালা বাংলাদেশকে উড়িয়ে মেটালেন ভারতের মেয়েরা।

Women's Asia Cup 2022: India beats Bangladesh by huge margin | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 8, 2022 4:00 pm
  • Updated:October 8, 2022 4:20 pm  

ভারত: ১৫৯-৫ (শেফালি ৫৫, স্মৃতি ৪৭)
বাংলাদেশ: ১০০-৭ (নিগার সুলতানা ৩৬, ফারজানা ৩০)
ভারত ৫৯ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হারতে হয়েছে। বাংলাদেশকে হারিয়ে সেই হারের জ্বালা জুড়লো ভারতীয় মহিলা দল। শনিবার সিলেটে একপেশে ম্যাচে বাংলাদেশের মহিলা দলকে ৫৯ রানে হারিয়ে দিলেন স্মৃতি মন্ধানারা (Smriti Mandhana)। এই জয়ের ফলে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে কার্যত নিজেদের জায়গা পাকা করে ফেলল ভারত।

শনিবার সিলেটে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয় অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। তাঁর বদলে এদিন অধিনায়কত্ব করেন স্মৃতি মন্ধানা। টস জিতে স্মৃতি এদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ভারত। আগের দিনের বাদ পড়া ওপেনার শেফালি বর্মা এদিন প্রথম একাদশে ফিরেই ৪৪ বলে ৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। অধিনায়ক স্মৃতিও মাত্র ৩৮ বলে ৪৭ রান করেন। ভাল ফর্মে থাকা জেমাইমা রডরিগেজ এদিন মাত্র ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রানে পৌঁছে যায় ভারত (Indian Cricket Team)।

Advertisement

[আরও পড়ুন: বর্ণভেদ এবং জাতিভেদ প্রথা ছুঁড়ে ফেলে দেওয়া উচিত, বলছেন RSS প্রধান]

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। ওপার বাংলার মেয়েদের প্রথম উইকেট পড়ে দশম ওভারে। ৯ ওভারে তারা মাত্র ৪৫ রান তোলে। সেই রানের ঘাটতি আর পূরণ হয়নি। এরপর স্কোরবোর্ডের চাপে একের পর এক উইকেট খোয়াতে থাকে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক নিগার সুলতানা (৩৬) ছাড়া আর কেউই সেভাবে রুখে দাঁড়াতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ভারত জেতে ৫৯ রানে।

[আরও পড়ুন: চার ঘণ্টায় একশো পুজো দর্শন, কার্নিভ্যালের পাসের চাহিদা তুঙ্গে]

এই জয়ের ফলে ৫ ম্যাচে ৪টি জয় নিয়ে লিগ টেবিলের শীর্ষে ব্যবধান বাড়িয়ে নিল ভারত। সেই সঙ্গে এশিয়া কাপের সেমিফাইনালেও কার্যত নিশ্চিত হয়ে গেলেন হরমনপ্রীতরা। আগের ম্যাচে ভারতকে হারানোর পর পাকিস্তান উঠে এসেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ ৪ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে চতুর্থ স্থানেই রয়ে গেল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখনও রয়েছেন বাংলাদেশের মেয়েরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement