Advertisement
Advertisement

Breaking News

T20 World Cup

বিশ্বজয়ী স্বামীদের গর্বে গরবিনী অনুষ্কা-ঋতিকা-ধনশ্রী, হার্দিকের সাফল্যেও চুপ স্ত্রী নাতাশা

মাঠে বসে বিশ্বজয়ের সাক্ষী ছিলেন ঋতিকা-সঞ্জনারা।

Wives of Indian cricketers react to T20 World Cup win

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:June 30, 2024 8:44 am
  • Updated:June 30, 2024 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটেছে ১৩ বছরের খরা। অবশেষে স্বাদ মিলেছে বিশ্বকাপের। শনিবার টি-২০ বিশ্বকাপ জিতে বাঁধনভাঙা উচ্ছ্বাসে মেতেছে টিম ইন্ডিয়া। উদ্দাম সেলিব্রেশনে শামিল দেশের আমজনতাও। তার মধ্যেই নজর কেড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের জীবনসঙ্গিনীদের বার্তা। স্বামীদের কৃতিত্বে তাঁরা কতখানি গর্বিত, কত আনন্দিত, সেই অনুভূতি উজাড় করে দিয়েছেন সোশাল মিডিয়ায়।

ফাইনালে মহামূল্যবান ৭৬ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) জিতেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বাবার দুরন্ত ইনিংস টিভিতে দেখেছে কোহলিকন্যা ভামিকা। সেই কথা জানিয়ে কোহলিপত্নী অনুষ্কা বলেন, “আমার ছোট্ট মেয়েটার একটাই চিন্তা, ওরা সবাই কাঁদলে কে জড়িয়ে ধরবে? কিন্তু দেশের ১৫০ কোটি মানুষ তো ভারতীয় দলকে জড়িয়ে রেখেছে। দুরন্ত জয়। ভারতীয় দলকে অনেক অভিনন্দন।” টি-২০ থেকে সদ্য অবসর নেওয়া বিরাটকে তাঁর বার্তা, “তোমাকে আমার আশ্রয় বলতে পেরে আমি কৃতজ্ঞ।”

Advertisement

[আরও পড়ুন: কোপায় জয়ের হ্যাটট্রিক, অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা

এদিন খেলা দেখতে মেয়ে সামাইরাকে নিয়ে মাঠে হাজির ছিলেন রোহিতপত্নী (Rohit Sharma) ঋতিকা। ম্যাচ শেষ হতেই তিনি গিয়ে জড়িয়ে ধরেন বিশ্বজয়ী অধিনায়ককে। পরে সোশাল মিডিয়ায় তাঁর বার্তা, “অনেক কিছুই বলার আছে কিন্তু শব্দ খুঁজে পাচ্ছি না। কেবল আবেগ আর গর্ব এই দলের জন্য।” টুর্নামেন্টের সেরা ক্রিকেটার বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন আইসিসির ডিজিটাল ইনসাইডার হিসাবে কর্মরত। ফাইনালে জয়ের পর তিনিই তারকা পেসারের সাক্ষাৎকার নেন। পরে শুভেচ্ছা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাও সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন টিমকে। বিশ্বকাপ হাতে স্বামী সূর্যকুমার যাদবের সঙ্গে ছবি পোস্ট করেছেন দেবিশা শেট্টি। তিনিও ফাইনাল দেখতে হাজির ছিলেন মাঠে।

তবে নজর কেড়েছে নাতাশা স্ট্যানকোভিচের নীরবতা। বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই গুঞ্জন ছিল, হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে তাঁর বিচ্ছেদ অবশ্যম্ভাবী। আইপিএলে হার্দিকের লাগাতার ব্যর্থতার পরে সেই জল্পনা আরও বেড়েছিল। এমনকি নিজের ইনস্টাগ্রাম থেকে হার্দিকের সমস্ত ছবিও সরিয়ে দেন নাতাশা। বিশ্বজয়ের পরে যেখানে অন্য সমস্ত ক্রিকেটারদের স্ত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, সেখানে নাতাশার সোশাল মিডিয়ায় একেবারে চুপ।

[আরও পড়ুন: অপ্রতিরোধ্য জার্মানি, ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মুসিয়ালারা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement