Advertisement
Advertisement
Sachin Tendulkar Birthday

‘তোমার কভার ড্রাইভের মতোই সুন্দর হোক বছরটা’, জন্মদিনে শচীনকে শুভেচ্ছা সৌরভ থেকে জয় শাহের

শচীন-উৎসবে মেতে উঠেছে দেশ।

Wishes poured in Sachin Tendulkar's birthday

শচীন-উৎসবে মাতোয়ারা দেশ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 24, 2024 2:12 pm
  • Updated:April 24, 2024 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ঈশ্বর। ক্রিকেট ঈশ্বর।
কাশ্মীর থেকে কন্যাকুমারী একসময়ে মাতাল হতো তাঁর জন্য। তিনি ক্রিজে নামা মানেই গোটা দেশে জারি হয়ে যেত অঘোষিত কার্ফু। প্রকৃত অর্থেই দেশে হতো লকডাউন। তিনি আমাদের বড় আবেগের, বড় প্রিয় শচীন রমেশ তেণ্ডুলকর (Sachin Tendulkar)। গর্ব করে বলতাম, ”আমাদের একজন শচীন তেণ্ডুলকর আছেন।”
সেই শচীন তেণ্ডুলকরের আজ জন্মদিন (Sachin Tendulkar Birthday)। গোটা দেশে আবেগের ফল্গুধারা। ‘মাস্টার ব্লাস্টার’কে শুভেচ্ছা জানিয়েছেন, দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah), যুবরাজ সিং (Yuvraj Singh) থেকে সুরেশ রায়না (Suresh Raina)। 

সেই ছোটবেলা থেকে একসঙ্গে খেলছেন সৌরভ ও শচীন। দুজনের বন্ধুত্বের কথা সবারই জানা। বন্ধু শচীনের জন্মদিনে পুরনো ছবির কোলাজ দিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। সেই ভিডিওয় ‘শোলে’ ছবির গান শোনা যাচ্ছে, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’। দুজনের বন্ধুত্বেরই সুরধ্বনি সেই ভিডিওয়।

Advertisement

 

যুবিকে একসময়ে বলতে শোনা গিয়েছিল, ”শচীন তেণ্ডুলকর কেবল আমার কাছে একজন ক্রিকেট আইডল নন, আমার জীবনের শিক্ষকও শচীন। সেই যুবি জন্মদিনে মাস্টার ব্লাস্টারকে শুভেচ্ছা জানিয়ে বলছেন, ”শুভ জন্মদিন পাজি। মাঠের যত্রতত্র বোলারকে ছুড়ে ফেলা থেকে জীবনের নতুন নতুন লক্ষ্য ছোঁয়া, তোমার জন্যই জীবনের লক্ষ্যগুলো উঁচুতে রাখতে শিখেছি। জন্মদিনে অনেক ভালোবাসা জানাই। সুস্থ থেকো, সর্বদা হাসি খুশি থাকো।” 

 

[আরও পড়ুন: লখনউ ম্যাচে মেজাজ হারালেন ধোনি, বোতল ছুড়ে মারার ‘হুমকি’ ক্যামেরাম্যানকে!]

সুরেশ রায়নাও মাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জানান, ”শুভ জন্মদিন শচীন পাজি। তোমার কিংবদন্তি কেরিয়ার লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। মাঠে ও মাঠের বাইরে তোমার প্রভাব নতুন নতুন লক্ষ্য স্থির করেছে। তোমার কভার ড্রাইভের মতোই সুন্দর হোক তোমার জীবন। সুস্থ থাকো, হাসি খুশি থাকো।” 

Happy Birthday Paji, @sachin_rt ! 🎉 Your legendary career has inspired millions and your grace both on and off the field continues to set the bar. Wishing you health, happiness, and a year as splendid as your cover drives! 🏏 #HappyBirthdaySachin pic.twitter.com/PY3uDTtrAR

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ টুইট করেছেন, ”ব্যাট হাতে তোমার বীরগাথা বিশ্বের লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। মাঠে এবং মাঠের বাইরে তোমার উজ্জ্বল ভাবমূর্তিও প্রভাবিত করেছে অসংখ্য মানুষকে। মাস্টার ব্লাস্টারকে আন্তরিক শুভেচ্ছা জানাই।” শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা থেকে এস বদ্রীনাথও। গোটা দেশ উদযাপন করছে শচীনের জন্মদিন। ক্রিকেটবিশ্বও কুর্নিশ জানাচ্ছে মাস্টার ব্লাস্টারকে। 

 

[আরও পড়ুন: কুয়েত ম্যাচের আগে জাতীয় শিবির ভারতীয় দলের, কবে থেকে শুরু?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement