সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে হারার ক্ষত এখনও দগদগে। আসলে ১০টা ম্যাচ দাপটের সঙ্গে খেলার পর যেভাবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়েছে, সেটা মেনে নেওয়া কঠিন। দেশের ক্রিকেটপ্রেমীরা যেমন হারের জ্বালা ভুলতে পারছেন না। তেমন ভুলতে পারছেন না ক্রিকেটাররাও। এখনও যেন আক্ষেপ যাচ্ছে না মহম্মদ শামির (Mohammed Shami)। টুর্নামেন্টের সেরা পেসার বলছেন, ফাইনালে যদি হাতে শ’তিনেক রান থাকত! তাহলে হয়তো আটকে দেওয়া যেত অস্ট্রেলিয়াকে।
সরাসরি কাউকে না দুষলেও ফাইনালে হারের জন্য ব্যটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন শামি। তিনি বলছেন, আমরা বেশি রান করতে পারিনি। ৩০০ রান করতে পারলেই ওদের আটকে দিতাম। আহমেদাবাদের ওই পিচে ৩০০ রান তুলতে পারত না অস্ট্রেলিয়া। ব্যাটাররা আরেকটু দায়িত্ব নিয়ে খেলতে পারত। আমরা প্রথম ১০ ম্যাচ যেভাবে ব্যাট করেছি, সেটা আর ফাইনালে করতে পারিনি।”
বস্তুত, বিশ্বকাপ ফাইনালেও ভারতের একাধিক ব্যাটার শুরুটা ভালো করেছিলেন। রোহিত (Rohit Sharma) মারকুটে ৪৭, বিরাট ৫১ এবং কে এল রাহুল (KL Rahul) ৬৬ রানের ইনিংসও খেলেছেন। কিন্তু তিন সিনিয়র ব্যাটারের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। যার জেরে ভারতের স্কোর আটকে যায় ২৪০ রানে। শামি মনে করছেন, আহমেদাবাদের ওই পিচে অস্ট্রেলিয়াকে আটকাতে অন্তত ৩০০ রানের দরকার ছিল। যেটা ব্যাটাররা করতে পারেননি।
যদিও এই ব্যর্থতার জন্য কোনও ব্যক্তিবিশেষকে দায়ী করেননি ২৪ উইকেট নেওয়া পেসার। তিনি বলছেন, “এখন আর কারও উপর দায় চাপিয়ে কোনও লাভ নেই। ক্রিকেট দলগত খেলা। আমরা একটা দল হিসাবে খেলেছি। দল হিসাবেই হেরেছি। কিন্তু রানটা একটু কম হয়েছিল। সেটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.