Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

‘পরের টুর্নামেন্টেও খেলবে না!’ ফের বিরাটকে খোঁচা দিলেন গাভাসকর! দুই কিংবদন্তির মধ্যে দূরত্ব বাড়ছেই

গাভাসকরের 'বিরাট' বয়ানে তোলপাড় ভারতীয় ক্রিকেট।

Will Virat Kohli play IPL 2024? Sunil Gavaskar's cheeky remark after Team India superstar's absence against England। Sangbad Pratidin

গাভাসকর-বিরাট সম্পর্ক একেবারে তলানিতে।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 27, 2024 10:23 am
  • Updated:March 13, 2024 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একবার বিরাট কোহলিকে (Virat Kohli) খোঁচা দিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)! ২০২০ সালের আইপিএল (IPL) থেকে ভারতের দুই কিংবদন্তির মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেই সম্পর্ক এখনও জোড়া লাগেনি। এর মধ্যে এবারের আইপিএলের (IPL 2024) আগে আরও একবার কিং কোহলিকে কটাক্ষ করলেন লিটল মাস্টার। সানির প্রশ্ন, বিরাটকে কি আদৌ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে খেলতে দেখা যাবে?

গাভাসকর বলেন, “ও কি আইপিএলে খেলবে! কিছু কারণে ও তো এখন খেলছে না। হতেই পারে আইপিএলেও খেললো না।” গাভাসকরের কথায় যে মজা নয়, খোঁচাও ছিল তা পরিষ্কার। বিরাটকে ছাড়াই টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারত। তরুণ দলের প্রশংসায় মেতেছেন গাভাসকরের মতো কিংবদন্তিও। হয়তো সে কারণেই বিরাটকে খোঁচা!

Advertisement

[আরও পড়ুন: বিরাট-ভামিকার লন্ডন সফর, মেয়েকে নিয়ে রেস্তরাঁয় তারকা ক্রিকেটার! ভাইরাল ছবি]

কিন্তু কেন এমন মন্তব্য করলেন সানি?

আসলে ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ খেলছেন না। স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) দ্বিতীয়বার সন্তানের জন্ম দিয়েছেন। পরিবার নিয়ে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন বিরাট। গত ১৫ ফেব্রুয়ারি বিরাট-অনুষ্কার দ্বিতীয় সন্তান হয়। যদিও পাঁচ দিন পর তা প্রকাশ্যে আনেন বিরাট। লন্ডনে পুত্রসন্তান হয়েছে। আর তা নিয়েই মন্তব্য কিংবদন্তি সুনীল গাভাসকরের।

২০২০ সালের আইপিএল চলার সময় থেকে দুই কিংবদন্তির সম্পর্ক খারাপ হতে শুরু করে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুটি ক্যাচ ফেলে দিয়েছিলেন বিরাট। এর পর সেই ম্যাচে ১ রানে আউট হন। সেটা দেখেই গাভাসকর মাইক হাতে মন্তব্য করেছিলেন, “ইন হোনে লকডাউন মে তো বস অনুষ্কা কি গেন্দ কি প্র্যাকটিস কি হ্যায়!”

গাভাসকার এর মতো একজন সংবেদনশীলের মানুষের কাছে এমন মন্তব্য শুনেও বিরাট মুখ খোলেননি। তবে রুখে দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা। দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্টে গাভাসকরের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। এর পর থেকেই দুই সেলিব্রেটির সম্পর্ক আর জোড়া লাগেনি।

[আরও পড়ুন: নাকে নল, হাতে চ্যানেল! অস্ত্রোপচারের পর কেমন আছেন মহম্মদ শামি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement