সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেল নিয়ে দীর্ঘ টালবাহানার পর সিদ্ধান্ত হয়েছে ভারতের ম্যাচ হবে দুবাইয়ে। ভারতীয় দল পাকিস্তানে না গেলেও রোহিত শর্মাকে হয়তো সে দেশে যেতে হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে ভারত অধিনায়ক সেখানে উপস্থিত হতে পারেন। কিন্তু সত্যিই কি রোহিত যাবেন পাক-ভূমে? তার উত্তর দিল বিসিসিআই।
পাকিস্তানের তরফ থেকে প্রথম থেকেই হাইব্রিড মডেলের বিরোধিতা করা হয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দুই দলের সম্পর্ক এবং দলের নিরাপত্তার কথা মাথায় রেখে পাকিস্তানে খেলতে যাবে না ভারত। দীর্ঘ টানাপোড়েনের পর হাইব্রিড ফরম্যাটে সম্মতি দেয় পিসিবি। ঠিক হয়, টিম ইন্ডিয়া খেলবে দুবাইয়ে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। এমনকী ওয়ার্ম-আপ ম্যাচও মরুদেশেই খেলবে ভারতীয় দল। তবে শোনা যাচ্ছে, টুর্নামেন্ট শুরুর আগেই বাবর আজমদের দেশে যেতে পারেন রোহিত।
যে কোনও আইসিসি টুর্নামেন্টের আগে সব দলের অধিনায়ককে নিয়ে ফটোশুটের আয়োজন হয়ে থাকে। আবার ট্রফি নিয়েও ফটোশুট হয়। সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়করা। সেখানে উপস্থিত হতে পারেন রোহিত। তেমন হলে ক্রিকেট কেরিয়ারে প্রথমবার সে দেশে পা দেবেন তিনি। কিন্তু রোহিত কি সত্যিই যাবেন?
বিসিসিআইয়ের সূত্র থেকে বলা হচ্ছে, “প্রথমে দল ঘোষণা করা হোক, তারপর আমরা এই বিষয়টা দেখব। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।” তবে এও জানা যাচ্ছে, রোহিতকে পাকিস্তানে পাঠানো হতে পারে। কিন্তু সেক্ষেত্রে অনেক সরকারি বিধিনিষেধের মধ্যে থাকতে হবে ভারত অধিনায়ককে। দল ঘোষণা হতে পারে ১৮ বা ১৯ জানুয়ারি। তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.