Advertisement
Advertisement
MS Dhoni

মাত্র তিন বলের জন্য কেন ব্যাট করতে নামলেন ধোনি, প্রশ্ন তুললেন পাঠান থেকে ভন

ধোনিকে নিয়ে প্রশ্ন আর বিস্ময়।

Why MS Dhoni was out for bat when CSK has three balls left

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে প্রশ্ন। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:April 6, 2024 12:07 pm
  • Updated:April 6, 2024 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে হারের পরে চেন্নাই সুপার কিংসের মহাতারকা মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্যাটিং পজিশন নিয়ে উঠে গেল প্রশ্ন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে নেমেছিলেন ইনিংসের তিন বল বাকি থাকতে। এত পরে কেন ব্যাট করতে নামলেন ধোনি, এই প্রশ্ন তুললেন ইরফান পাঠানের মতো প্রাক্তন তারকা। চুপ থাকলেন না ইংল্যান্ডের প্রাক্তন তারকা মাইকেল ভন এবং প্রাক্তন কিউয়ি বোলার সাইমন ডুল।
ক্রিকেট বিশেষজ্ঞদের বক্তব্য, ধোনির আরও আগে ব্যাট করতে নামা উচিত ছিল। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ছউইকেটে চেন্নাই সুপার কিংসের হারের পরে ইরফান পাঠান বলছেন, ”ভুবি-উনাদকরের অফকাটারের মোকাবিলা করার জন্য ধোনির আরও আগে নামা উচিত ছিল।” 

[আরও পড়ুন: ফোকাস লিগ শিল্ড জয়, পেত্রাতোসদের কাঁটা প্রাক্তন মোহনবাগান কোচ শংকরলাল]

সেই ধোনি নামলেন বহু পরে। যে ধোনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৬ বলে ৩৭ রানে অপরাজিত ছিলেন, সেই মাহি হায়দরাবাদের বিরুদ্ধে ২ বলে ১ রানে অপরাজিত থেকে গেলেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলেন, ”আগের ম্যাচেই ধোনি এত ভালো খেলল। সেই জায়গায় নিজে এগিয়ে না এসে পরের দিকে ব্যাট করতে নামায় আমি বিস্মিত হয়েছি। ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে কেন ব্যাট করতে এল ধোনি, সেটাই আমি বুঝতে পারছি না।”

Advertisement

নিউজিল্যান্ডের প্রাক্তন বোলার সাইমন ডুলও প্রায় একই সুরে বলছেন, ”স্লোয়ার বলগুলো মারার ক্ষমতা ধোনির ছিল। অতীতে সেরকমই দেখা গিয়েছে। আমিও এমএসকে পরে ব্যাট করতে নামতে দেখে অবাক হয়েছি।”
ধোনিকে নিয়ে প্রশ্ন আর রহস্য।

[আরও পড়ুন: ঝরঝরে হিন্দিতে কথা বলেন, গান ভারতের জাতীয় সঙ্গীতও, মন জিতলেন রয় কৃষ্ণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement