Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

কে বিরাট কোহলি! চিনতেই পারলেন না রোনাল্ডো! রইল সেই ভাইরাল ভিডিও

জনপ্রিয়তার দিক থেকে শাহরুখ খানকে পিছনে ফেলেছেন বিরাট কোহলি।

Who is Virat Kohli? Ronaldo says he doesn't know Team India legend। Sangbad Pratidin

নিজের চেষ্টায় জনপ্রিয় হয়ে উঠেছেন বিরাট কোহলি। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:January 11, 2024 2:34 pm
  • Updated:January 11, 2024 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সাল। ঠিক নয় বছর আগের কথা। মারিয়া শারাপোভাকে (Maria Sharapova) প্রশ্ন করা হয়েছিল, ‘আচ্ছা আপনি শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) চেনেন?’ রাশিয়ার প্রাক্তন টেনিস সুন্দরীর জবাব ছিল, ‘শচীন তেণ্ডুলকর কে? আমি চিনি না?’ ঠিক তেমন ব্যাপারটাই ঘটল এবার টিম ইন্ডিয়ার (Team India) আর এক মহাতারকা বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে। গোটা দুনিয়া জুড়ে তাঁর প্রচুর ফলোয়ার হলেও, রোনাল্ডোর (Ronaldo) দাবি তিনি ‘কিং কোহলি’-কে চেনেন না। ব্রাজিলের (Brazil) প্রাক্তন বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারের আরও দাবি, বিরাট নাকি তেমন পরিচিত নন! ওঁর নাকি তেমন জনপ্রিয়তা নেই! একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার এমনই বিস্ফোরণ ঘটিয়েছেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী রোনাল্ডো।

এক ইউটিউবার রোনাল্ডোকে প্রশ্ন করেন, “আপনি বিরাট কোহলিকে চেনেন?” রোনাল্ডোর জবাব ছিল, “কে? কার কথা বলছেন?” সেই ইউটিউবার ফের প্রশ্ন করেন, “ভারতের বিরাট কোহলি।” সেটা শুনে রোনাল্ডোরর প্রতিক্রিয়া ছিল, “না।” সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

Advertisement

[আরও পড়ুন: রাহুল নয়, টেস্টে প্রথম পছন্দ ঈশানই! তারকা উইকেটকিপারের উপরেই ভরসা BCCI-এর]

 

ব্রাজিলের প্রাক্তন নাম্বার নাইন-কে আরও একবার সেই ইউটিউবার প্রশ্ন করেন, “আপনি সত্যি বিরাট কোহলিকে চেনেন না?” সেই প্রশ্ন শুনে রোনাল্ডোর ফের প্রতিক্রিয়া ছিল, “ও কে? কোনও খেলোয়াড়?” সেই ইউটিউবারের পালটা জবাব ছিল, “ও একজন ক্রিকেট খেলোয়াড়।” সেটা শুনে রোনাল্ডো ফের বলেন, “ও আমাদের দেশে জনপ্রিয় নয়। তাই ওকে চিনি না।”

Ronaldo Nazario
অদ্ভুত মন্তব্য করে বিতর্কে রোনাল্ডো। ফাইল চিত্র

রোনাল্ডোর এমন জবাব শুনে নিজেকে আটকে রাখতে পারেননি সেই ইউটিউবার। তাঁর আরও প্রশ্ন ছিল, “হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু ও সেরা ক্রিকেটার। অনেকটা বাবর আজমের মতোই জনপ্রিয়। আপনি কখনও কোহলিকে দেখেননি?” রোনাল্ডোর উত্তর, “না। কখনও দেখিনি।”

ঠিক নয় বছর আগে মাস্টার ব্লাস্টারকে নিয়ে এমনই মন্তব্য করেছিলেন মাশা। সোশাল মিডিয়ায় শুরু হয়েছিল বিতর্ক। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শচীনের কাছে ক্ষমা চেয়েছিলেন শারাপোভা। ঠিক তেমনভাবেই এবার বিরাটকে নিয়ে অদ্ভুত মন্তব্য করে বসলেন প্রাক্তন সেলেকাও লেজেন্ড! স্বভাবতই এই ইস্যুতে উত্তাল সোশাল মিডিয়া। তাঁকেও কি ভবিষ্যতে ‘কিং কোহলি’-র কাছে ক্ষমা চাইতে হবে? সেটাই দেখার বিষয়।

[আরও পড়ুন: কতটা ক্রিকেট খেলতে চান? শামিকে সরাসরি প্রশ্ন করবে বিসিসিআই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement