Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

দ্বিতীয়বার বাবা হচ্ছেন বিরাট, খবর নিশ্চিত করলেন কোহলির প্রিয় বন্ধু

বিরাটকে নিয়ে জল্পনার অবসান ঘটালেন প্রিয় বন্ধু।

Where is Virat Kohli? What is he doing? AB de Villiers checks on Virat Kohli । Sangbad Pratidin

কোহলি ও অনুষ্কা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 3, 2024 6:33 pm
  • Updated:February 3, 2024 6:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার সংসারে। এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) ইঙ্গিত দিলেন সেরকমই। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা তাঁর ভক্তদের জানিয়েছেন, কোহলির বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন। কোহলি ভালোই আছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার। ডিভিলিয়ার্স ইঙ্গিত দিয়েছেন, কোহলি দ্বিতীয়বার বাবা হচ্ছেন। এই কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে খেলছেন না।

কোহলির কাছে প্রাধান্য পায় পরিবার। এই বিষয়টা মুগ্ধ করেছে এবিডিকে। কোহলি প্রথম দুটো টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। বাকি তিনটি টেস্টের দলে কি কোহলি থাকবেন, তা নিয়ে জল্পনা চলছে। সূত্রের খবর বাকি তিনটি টেস্ট ম্যাচেও দেখা যাবে না বিরাট কোহলিকে। অর্থাৎ ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নেই বিরাট।
কিন্তু ভারতের তারকা ক্রিকেটার কোথায়? তাঁর খবর পাচ্ছেন না কেউ। গুঞ্জন ছড়িয়েছে, কোহলির মা অসুস্থ।

Advertisement

[আরও পড়ুন: ‘পূজারা কিন্তু অপেক্ষা করছে!’, ফর্ম হারানো শুভমানকে সতর্ক করলেন রবি শাস্ত্রী]

কোহলির দাদা জানিয়ে দেন, তাঁদের মা ভালোই আছে। যে গুজব ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এবিডি বলছেন, ”আমি যতটা জানি কোহলি ভালোই আছে। পরিবারের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছে। আমি কোনও কিছুই নিশ্চিত করে বলছি না। তবে কোহলির সঙ্গে আমার টেক্সট বিনিময় হয়েছে। ও জানিয়েছে ভালোই আছে। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। দ্বিতীয় সন্তান আসতে চলেছে ওদের ঘরে। বেশিরভাগ মানুষের কাছেই অগ্রাধিকার পায় পরিবার। বিরাটকেও আলাদা করা যাবে না।”

[আরও পড়ুন: ‘ইয়র্কার কিং’ বুমরাহর আগুনে পেসে বোল্ড ভারতকে বেগ দেওয়া অলি পোপ, দেখুন ভাইরাল ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement