ময়ঙ্কের দিকে তাকিয়ে লখনউ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোটের কবলে লখনউ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। গতির ঝড় তুলে আইপিএলের সব আলো তিনি শুষে নিয়েছেন। সেই মায়াঙ্ক যাদব এখন চোটের কবলে।
কবে তিনি মাঠে ফিরবেন? তা নিয়ে চলছে জল্পনা। এর মধ্যেই লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul) এবং দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার নতুন পেস সেনশেসন সম্পর্কে আপডেট দিয়েছেন।
লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল আবার মায়াঙ্ক সম্পর্কে বলছেন, ”ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মায়াঙ্ক। তবে মায়াঙ্ককে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে রাজি নই। ওর শরীরকে আগে রক্ষা করতে হবে। প্রত্যাবর্তনের আগে একশো শতাংশ ফিট কিনা নিশ্চিত হতে হবে।”
দলের হেড কোচ ল্যাঙ্গার বলেছেন, ”পরবর্তী দুটো ম্যাচে খেলতে পারবে না মায়াঙ্ক। সেরে উঠছে ও। ১৯ এপ্রিল চেন্নাই সুপার কিংস ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবে মায়াঙ্ক।”
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র এক ওভার বল করার পরেই তলপেটের পেশিতে টান ধরেছিল মায়াঙ্কের। যে মায়াঙ্ক ঘণ্টায় দেড়শো কিলোমিটারের উপরে গতি তুলেছেন অবলীলায়, সেই তিনিই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ১৪০ কিমি গতি তুলতে গিয়ে সমস্যায় পড়েছেন। আপাতত ময়ঙ্ককে নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে লখনউ সুপার জায়ান্টস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.