সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি শান্ত স্বভাবের রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) মেজাজ হারাতে দেখে অবাক হয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। পরে যদিও জানা যায়, সেটি আসলে একটি বিজ্ঞাপনের ভিডিও। তবে এরপরই প্রশ্ন ওঠে, দ্রাবিড় কি বাস্তবে আদৌ কখনও মেজাজ হারিয়েছেন? শুনতে অবাক লাগলেও সত্যিই মাঠেও মাঝেমধ্যে মেজাজ হারিয়েছেন ‘দ্য ওয়াল’। তাও আবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni;) মতো ক্রিকেটারের উপরেই। সম্প্রতি এই ঘটনা জানিয়েছেন দ্রাবিড়ের একদা সতীর্থ বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)।
রাহুলের বিজ্ঞাপনের ভিডিওটি প্রসঙ্গে শেহওয়াগ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, “ আমি রাহুল ভাইকে একবার এমএস-এর (ধোনি) উপর রাগ করতে দেখেছিলাম। সেটা ছিল পাকিস্তানের সফর। তখন ধোনি দলে একেবারে নতুন। কোনও একটা ম্যাচে খারাপ শট খেলে পয়েন্টে ক্যাচ তুলে দেয় ধোনি। সেটা দেখার পরেই মেজাজ হারিয়ে ফেলে রাহুল। ওর কাছে এসে বলেছিল, ‘এ ভাবে তুমি খেলা শিখেছ? তোমার তো ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়া উচিত ছিল!’ রাহুলের রাগ দেখে ধোনি মাথা নিচু করে দাঁড়িয়েছিল।” এরপরই বীরু যোগ করেন, “তবে রাহুল ভাই যখন ধোনিকে বকা দিচ্ছিল তখন আমি সামনে দাঁড়িয়ে থাকতে পারিনি। কারণ অত ইংরেজি শব্দ আমার পক্ষে পুরোপুরি বোঝা অসম্ভব ছিল।”
এখানেই শেষ নয়, সেই সফরে রাহুলের ভয়ে ধোনি পরবর্তী কোনও ম্যাচে খারাপ শট খেলেননি। সেটাও জানান শেহওয়াগ। বললেন, “সেই ঘটনার পর থেকে নেটে অনুশীলন হোক কিংবা ম্যাচ, ধোনি একটাও খারাপ শট মারেনি। কারণ ধোনি ফের বকা খেতে রাজি ছিল না।” এদিকে, নেটদুনিয়ায় ভাইরাল রাহুলের বিজ্ঞাপনী ভিডিওটি। তবে সেটিকেই এবার জনসচেতনতার কাজে লাগাল মুম্বই পুলিশ, নাগপুর পুলিশ। নিজেদের টুইটার হ্যান্ডেলে টুইটও করে তাঁরা।
View this post on Instagram
Be it in “indiranagar” or anywhere.
Keep your calm,
Avoid unnecessary honking.#NagpurPolice pic.twitter.com/CTcfEV6AL8— Nagpur City Police (@NagpurPolice) April 10, 2021
Mask, seeing the the virus approaching you! #WallOfSafety #MaskUp #MaskIsMust pic.twitter.com/gVBbQ9XbGf
— Mumbai Police (@MumbaiPolice) April 10, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.