সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি IPL-এ খারাপ ফর্ম। প্রত্যাশা জাগিয়েও তা পূরণে ব্যর্থ। এজন্যই এবার নেটিজেনদের রোষের মুখে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) তরুণ প্রতিভা যশস্বী জয়সওয়াল। সোশ্যাল মিডিয়াতে তীব্র সমালোচনার মুখেও পড়তে হল তাঁকে। শেষপর্যন্ত যশস্বীর পক্ষ নিয়ে আসরে নামলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। বিঁধলেন সমালোচকদের।
[আরও পড়ুন: রোনাল্ডোর মাদেইরার বাড়িতে চুরি! জানেন কী মূল্যবান জিনিস খোয়া গেল?]
ভাল শুরু করেও শেষ চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে রাজস্থান রয়্যালসকে। শুক্রবারও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ৪৬ রানে হেরেছেন স্টিভ স্মিথরা। ম্যাচে ৩৬ বলে মাত্র ৩৪ রান করেন যশস্বী। ম্যাচের পরই রাজস্থান সমর্থকরা তরুণ এই ক্রিকেটারের সমালোচনায় মুখর হন। ভুলে যান এই ক্রিকেটারই অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দেশকে ফাইনালে তুলেছিলেন। এরপরই বাঁ–হাতি এই ব্যাটসম্যানের পক্ষে সওয়াল করেন আকাশ চোপড়া। টুইট করে লেখেন, ‘‘১৯ বছর বয়সি একজন ক্রিকেটারের সমালোচনা করার আগে নিজেকে প্রশ্ন করুন– এই বয়সে আপনি কী করেছিলেন? আপনারা যাঁকে নিয়ে মজা করছেন, সেই ছেলেটা ইতিমধ্যে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে। এছাড়া মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিশতরানও করেছে।’’
Before mocking a 19yo cricketer, please ask yourself—what were you doing when you were 19? The kid you’re making fun of has already represented India at U-19 level, was Man of the Tournament at the World Cup & has scored a double-century in List-A cricket for Mumbai #YashasviBhav
— Aakash Chopra (@cricketaakash) October 9, 2020
এদিকে, খারাপ ফর্মের জন্য ধোনির (Mahendra Singh Dhoni) মেয়ে জিভাকে যেভাবে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে তাতে উত্তাল ক্রিকেটমহলও। এই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ইরফান পাঠানও (Irfan Pathan)। তিনি বলেন, ‘‘সব খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেয়। কখনও কখনও তা সম্ভব হয় না। কিন্তু তার মানে এই নয় যে, এজন্যই যে কেউ কোনও শিশুকে হুমকি অধিকার পেয়ে গেল।’’
All the players giving their best,sometimes it just doesn’t work but it’s doesn’t give any one any authority to give a threat to a young child #mentality #respect
— Irfan Pathan (@IrfanPathan) October 9, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.