প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর ফের আইপিএল ট্রফি জয়ের হাতছানি। মেগা টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছে কেকেআর। কিন্তু ট্রফি জয়ের স্বপ্নে কাঁটা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। শোনা যাচ্ছে, ঘূর্ণিঝড় রেমালের দাপটে বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। থাকতে পারে মেঘলা আকাশও।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থার করছে। এই মুহূর্তে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে রবিবার গভীর রাতে রেমাল (Remal) ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার। হাওয়া বইতে পারে ১৩৫ কিলোমিটার বেগে। রবিবার মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর বৃষ্টি হবে। সেইসঙ্গে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ কি চেন্নাইয়ে প্রভাব ফেলবে? বৃষ্টিতে ব্যাহত হবে কেকেআর বনাম হায়দরাবাদ আইপিএল (IPL 2024) ফাইনাল? স্থানীয় আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রেমালের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে (Chennai)। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী শহরটিতে। শনিবার সেখানে ১০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। পরের দিন অর্থাৎ রবিবার এই সম্ভাবনা কমে দাঁড়াবে ৪ শতাংশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ। তবে ফাইনালের দিন মেঘাচ্ছন্ন থাকবে চেন্নাইয়ের আকাশ।
প্রসঙ্গত, ২০২৩ আইপিএল ফাইনালেও থাবা বসিয়েছিল বৃষ্টি। নির্ধারিত দিন তো বটেই, রিজার্ভ ডে-তেও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। রবিবার যদি বৃষ্টির কারণে কেকেআর (KKR) বনাম হায়দরাবাদ ম্যাচ ভেস্তে যায় তাহলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। সেদিনও যদি খেলা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্টে এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হবে কেকেআর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.