Advertisement
Advertisement

Breaking News

Melbourne test

মেলবোর্নে ভারতের জয়ের স্বপ্নে কাঁটা বৃষ্টি? কী বলছে অজি হাওয়া অফিস?

মেলবোর্ন টেস্টে চতুর্থ দিনের শেষে যথেষ্ট চাপে ভারত।

Weather forecast on day 5 of Melbourne test
Published by: Anwesha Adhikary
  • Posted:December 29, 2024 9:02 pm
  • Updated:December 29, 2024 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্ন টেস্টে চতুর্থ দিনের শেষে যথেষ্ট চাপে ভারত। তিনশোর বেশি রানের পাহাড় তাড়া করতে হবে জিততে গেলে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেও মেলবোর্নে টেস্ট জেতা খুব জরুরি। কিন্তু শেষদিনে কেমন থাকবে মেলবোর্নের আবহাওয়া? পিচ থেকে সাহায্য পাবেন ভারতীয় ব্যাটাররা? ক্রিকেটপ্রেমীদের মনে ঘোরাফেরা করছে এমনই সব প্রশ্ন।

Advertisement

চতুর্থ দিনের শেষে অজিদের লিড ৩৩৩ রানের। পঞ্চম দিনে রানটা কোথায় দাঁড়াবে, এখনই বলা সম্ভব নয়। কিন্তু এই বিরাট রান তাড়া করে কি জিততে পারবে ভারত? মেলবোর্নে কি আগে এত বড় রান তাড়া কি কখনও করেছে কোনও দল? ইতিহাস বলছে, ১৯২৮ সালের ২৯ ডিসেম্বর মেলবোর্নে ৩৩২ রান তাড়া করেছিল ইংল্যান্ড। এটাই এমসিজি-তে রান তাড়া করে জেতার সবচেয়ে বড় নজির। কিন্তু জয়ের জন্য ভারতের টার্গেট ইতিমধ্যেই তার চেয়ে বেড়ে গিয়েছে।

এহেন কঠিন চ্যালেঞ্জ সামলে কি মেলবোর্নে জিততে পারবে ভারত? কিংবদন্তি সুনীল গাভাসকরের মতে, পঞ্চম দিনে ব্যাটিং সহায়ক পিচ থাকবে মেলবোর্নে। বোলারদের ফুটমার্ক থেকে কিছুটা সহায়তা পেতে পারেন নাথান লিয়নের মতো অজি স্পিনাররা। পিচে ফাটলের জেরে অসমান বাউন্সও হবে। তা সত্ত্বেও গাভাসকর বলছেন, ব্যাটিংয়ের জন্য উপযুক্ত পিচ পাবেন রোহিত শর্মারা। কারণ পিচে ঘাস একদমই নেই, পাটা হয়ে গিয়েছে ২২ গজ।

বৃষ্টির কারণে কি মেলবোর্নে ভেস্তে যেতে পারে ভারতের জয়ের স্বপ্ন? সেই সম্ভাবনা একেবারেই নেই। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ১৬ থেকে ২৭ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে সোমবারের মেলবোর্নে। মৃদু হাওয়াও বইতে পারে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। তবে সূর্যের আলো কিছুটা কম থাকতে পারে। তৃতীয় দিনে খারাপ আলোর কারণে তাড়াতাড়ি খেলা শেষ করে দিতে হয়েছিল। সেই সম্ভাবনা থাকছে পঞ্চম দিনেও। শেষ পর্যন্ত মেলবোর্ন টেস্টের ফলাফল কী হবে? ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub