Advertisement
Advertisement
Mahapanchayat

কুস্তিগিরদের দাবি না মানলে দিল্লি ঘেরাও! রাষ্ট্রপতির কাছে যাওয়ার হুঁশিয়ারি কৃষক নেতাদের

অপরাধ প্রমাণ হলে ফাঁসিতে ঝুলে যাব, এখনও বলছেন ব্রিজভূষণ।

We will fight till wrestlers get justice, Say farmers after Mahapanchayat | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 1, 2023 8:10 pm
  • Updated:June 1, 2023 8:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে এবার আরও জোরাল আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait)। জানিয়ে দিলেন, কুস্তিগিরদের বেঁধে দেওয়া পাঁচদিনের সময়সীমার মধ্যে সরকার যদি তাঁদের দাবি না মানে, তাহলে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের কৃষকরা দিল্লি ঘেরাও করবেন। তিনি নিজে যাবেন রাষ্ট্রপতির কাছে।

কুস্তিগিরদের সমর্থনে আয়োজিত এক খাপ মহাপঞ্চায়েতে রাকেশ টিকায়েত বলেন, “শান্তিপূর্ণভাবে আন্দোলনরত ছেলেমেয়েদের ওরা মারধর করেছে। এই লড়াইটা আর ছেলেমেয়েগুলোর লড়াই নয়, এটা আমাদের লড়াই।” রাকেশ জানিয়ে দিয়েছেন, কুস্তিগিরদের দেওয়া ৫ দিনের সময়সীমা শেষ হয়ে গেলে সবকিছু হতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই সময়সীমা শেষ হওয়ার পর কুস্তিগিরদের মেডেলগুলি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) মাধ্যমে নিলামে তোলা হতে পারে।

[আরও পড়ুন: ডিম আমিষ না নিরামিষ? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ডিম খাওয়া দেখে প্রশ্ন বিজেপির অন্দরে!]

টিকায়েতদের পরিকল্পনার মধ্যে রয়েছে, ওই সময়সীমা শেষের পর বিভিন্ন রাজ্যের কৃষকদের নিয়ে গিয়ে দিল্লি ঘেরাও। কৃষক নেতাদের সম্মিলিতভাবে রাষ্ট্রপতি ভবন অভিযান। রাকেশ টিকায়েতের বক্তব্য,”ওরা কুস্তিগিরদের নামে মিথ্যাচার করেছে। ধর্মের নামে ভাগ-বাটোয়ারা করছে। কেন্দ্র কী করতে চাইছে আমরা বুঝতে পারছি। ওরা সব জায়গায় বিভাজন চায়। কুস্তিগিরদের কেউ হিন্দু নন, কেউ মুসলিম নন। ওরা সবাই দেশের সম্পদ।”

[আরও পড়ুন: জোড়া ধাক্কা মণ্ডল পরিবারে, খারিজ সুকন্যার জামিনের আবেদন, পিছিয়ে গেল অনুব্রতর আরজিও]

রাকেশ টিকায়েত যখন কৃষকদের সমর্থনে গলা ফাটাচ্ছেন, ঠিক সেদিনও ব্রিজভূষণ শরণ সিং নিজের অবস্থানে অনড়। তিনি বৃহস্পতিবারও সাংবাদিকদের বলেছেন,”শুরুতে কুস্তিগিরদের এক রকম দাবি ছিল, এখন আরেক রকম দাবি করছে। ওরা নিজেদের বয়ান বদলাচ্ছে বারবার। আমি আগেও বলেছি, আবারও বলছি, একটা অভিযোগও প্রমাণ করতে পারলে আমি ফাঁসিতে ঝুলে যাব।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement