Advertisement
Advertisement

Breaking News

Cricket

সিডনিতে অজিদের সঙ্গে লিফটেও উঠতে দেওয়া হয়নি রাহানেদের! বিস্ফোরক অশ্বিন

"আমাদের খুবই খারাপ লেগেছিল", আক্ষেপ ভারতীয় স্পিনারের।

'We felt so bad' - R Ashwin reveals Indian players were not allowed to use the lift with Australians in Sydney | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:January 24, 2021 2:19 pm
  • Updated:January 24, 2021 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের একাধিক খেলোয়াড়ের চোট আঘাত। সেই পরিস্থিতিতেও অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ভারতীয় ক্রিকেটারদের হার না মানা মনোভাব প্রশংসা কুড়িয়েছে গোটা বিশ্বের। ক্রিকেট হোক বা স্লেজিং অজিদের চোখে চোখ রেখে কথা বলেছেন রাহানেরা। শুধু মাঠের ভিতরে নয়, মাঠের বাইরেও টিম ইন্ডিয়াকে বিপাকে ফেলার চেষ্টা করা হয়েছিল। সেকথাই এবার ফাঁস করলেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জানালেন একই বায়ো বাবলে থাকা সত্ত্বেও অজি ক্রিকেটারদের সঙ্গে লিফটে যাতায়াতও করতে দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেটারদের। এই ধরনের আচরণে আহত হয়েছিলেন টিম ইন্ডিয়ার সদস্য়রা।

করোনা আবহেই অস্ট্রেলিয়া সফরের আয়োজন করা হয়েছিল। কিন্তু অজি প্রশাসন কঠোর কোয়ারেন্টাইন বিধি জারি করে ভারতীয় দলের উপর। সিডনি টেস্টের সময় থেকে যা আরও কঠোর হয়। এই প্রসঙ্গে জানাতে গিয়েই অশ্বিন বলেন, “সিডনি পৌঁছতেই আমাদের উপর একাধিক কোভিড বিধি জারি করা হয়। সিডনিতে আশ্চর্যজনক একটি ঘটনাও ঘটে। ভারত এবং অস্ট্রেলিয়া দু’দলই একই বায়ো বাবলে ছিল। অথচ লিফটে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় দলের কাউকে কখনওই উঠতে দেওয়া হয়নি। “

Advertisement

[আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্সের জন্য নিজেকেই উপহার, BMW কিনলেন সিরাজ]

এরপরই তিনি যোগ করেন, “আমাদের সত্যিই খুব খারাপ লেগেছিল। আমরা একই বায়ো বাবলে রয়েছি, কিন্তু একই লিফটে উঠতে পারব না। এটা হজম করতে পারিনি আমরা। “

এদিকে, আরও একবার অজি অধিনায়ক টিম পেইনকে খোঁচা দিলেন অশ্বিন। আর শ্রীধরের সঙ্গে ইউটিউব চ্যাটে তিনি বলেন, “পেইন গাব্বা টেস্টের সেকেন্ড ইনিংসে পন্থের স্ট্যাম্পিং মিস করেছে। এরপরই আমার ওকে পছন্দ হতে শুরু হয়েছে। কারণ পেইনই আমাদের ব্রিসবেনে আমন্ত্রণ জানিয়েছিল, আর পন্থের স্ট্যাম্পিং মিস করে দুর্দান্ত আয়োজকের মতো কাজও করেছে। “

[আরও পড়ুন: নর্থ-ইস্ট ম্যাচের আগে এডুর চোট নিয়ে চিন্তায় সবুজ-মেরুন কোচ হাবাস, কতটা গুরুতর আঘাত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement