সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাইক্রো ব্লগিং সাইট টুইটারে আলোচনার অন্যতম বিষয়বস্তু এখন ভারতের কৃষি আন্দোলন। একদিকে যখন রিহানা (Rihana), গ্রেটা থুনবার্গরা কৃষি আন্দোলনের সমর্থনে মুখ খুলছেন, তখন শচীন-বিরাট-অক্ষয়রা আবার সেই টুইটের পালটা দিয়েছেন। এরকম পরিস্থিতিতে আবার প্রাক্তন ইংল্যান্ড (England) ক্রিকেটার কেভিন পিটারসেনের (Kevin Pietersen) মুখে শোনা গেল ভারত বন্দনা। যার আবার জবাব দিলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
করোনা সংক্রমণ রুখতে বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে ভারত। করোনা আবহে বিশ্বের বহু দেশকে ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জামও পাঠানো হয়েছে। এবার করোনার ভ্যাকসিনও অন্যান্য দেশগুলোকে দেওয়া হচ্ছে। এর মধ্যেই গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাতেও ভ্যাকসিন পাঠানো হয়েছে। সেই ছবিই টুইট করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তারপরই পিটারসেনের ওই ভারত বন্দনা।
টুইটারে কেপি লেখেন, “ভারতের উদারতা এবং মহত্ত্ব প্রতিদিন বাড়ছে। আমার অন্যতম প্রিয় দেশ।” পরবর্তীতে এরই জবাব দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি পালটা লেখেন, “ভারতের প্রতি তোমার ভালবাসা দেখে খুবই খুশি। আমরা বিশ্বাস করি গোটা পৃথিবীই আমাদের পরিবার। করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরাল করতে আমরা আমাদের ভূমিকাও সফলভাবে পালন করতে চাই।”
In it together.
Made in India vaccines land in Johannesburg, South Africa. #VaccineMaitri pic.twitter.com/O9kWj6qVV9— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 1, 2021
Indian generosity and kindness grows more and more every single day.
The beloved country! 🙏🏽— Kevin Pietersen🦏 (@KP24) February 2, 2021
Glad to see your affection towards India. 🙂
We believe that the world is our family and want to play our role in strengthening the fight against COVID-19. https://t.co/zwpB3CNxLG
— Narendra Modi (@narendramodi) February 3, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.