Advertisement
Advertisement
MS Dhoni

পরিবার ও সতীর্থদের সঙ্গে ইদ সেলিব্রেশন ধোনির, মেনুতে কী কী ছিল? দেখুন ভিডিও

নেতৃত্বের ভার ধোনি নতুন করে কাঁধে তুলে নিতেই ছন্দে ফিরেছে সিএসকে।

Watch, MS Dhoni and CSK stars celebrate Eid with family | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 3, 2022 5:26 pm
  • Updated:May 3, 2022 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি নেতৃত্বের ভার নতুন করে কাঁধে তুলে নিতেই ছন্দে ফিরেছে চেন্নাই সুপার কিংস। ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা। ইদের দিন তাই ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন মহেন্দ্র সিং ধোনি। ইদ উদযাপনে যোগ দেয় তারকাদের পরিবারও।

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজকাল আইপিএলের (IPL 2022) দলগুলির হাঁড়ির নানা খবর পাওয়া যায়। ফ্র্যাঞ্চাইজিগুলির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল কিংবা ইনস্টাগ্রাম পেজে মাঠের বাইরে ক্রিকেটারদের নানা কীর্তির ভিডিও পোস্ট করা হয়। সেই দৌলতেই প্রিয় তারকাদের মজার মজার খবর জানতে পারেন সমর্থকরা। মঙ্গলবার যেমন চেন্নাইয়ের (CSK) পোস্ট করা ভিডিও থেকেই জানা গেল, কীভাবে ইদ সেলিব্রেট করলেন ধোনিরা।

Advertisement

[আরও পড়ুন: অনুষ্কার শাড়িতেই কি বিয়ের পার্টিতে সেজেছিলেন ফ্যাফপত্নী? ফাঁস হল রহস্য]

ভিডিওতে দেখা যাচ্ছে, রবিন উথাপ্পা, শিবম দুবে, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, ডোয়েন ব্রাভোরা ইদ উদযাপনে শামিল হন। সঙ্গে ছিলেন ক্যাপ্টেন কুলও (MS Dhoni)। তবে শুধু তারকারাই নন, তাঁদের স্ত্রী, সন্তানদেরও দেখা যাচ্ছে ভিডিওতে। খাবারের তালিকাও যে বেশ দীর্ঘ, তাও একেবারে স্পষ্ট। বিরিয়ানি থেকে সিমাই-সহ ইদের নানা ধরনের স্পেশ্যাল রান্না করা হয়েছিল ধোনিদের জন্য। যা বেশ আয়েশ করেই খেলেন প্রত্যেকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

চলতি আইপিএলের ঠিক আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মাহি। দায়িত্ব তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু সেই গুরুভার সামলাতে চূড়ান্ত ব্যর্থই হন ভারতীয় অলরাউন্ডার। জাদেজার (Ravindra Jadeja) নেতৃত্বে বারবার মুখ থুবড়ে পড়ে দল। পরপর ম্যাচ হেরে নেমে যায় লিগ তালিকার প্রায় নিচে। কিন্তু গত রবিবার উইকেটকিপার-ব্যাটার থেকে সোজা অধিনায়কের ভূমিকায় ধোনি অবতীর্ণ হতেই বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায় দলের। হায়দরাবাদকে হারিয়ে ফের জয়ের সরণিতে ফেরে চেন্নাই। এই গভীর খাদ থেকে দলকে টেনে তোলার ক্ষমতা কেবল ধোনিরই আছে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরাও। যদিও ধোনির মাথায় কখন কী চলে, বলা মুশকিল। তবে মঙ্গলবার যে তিনি ইদ উদযাপনেই মাতলেন, তা নিয়ে কোনও সংশয় রইল না।

[আরও পড়ুন: চাকরি যাচ্ছে পরাগ আগরওয়ালের, টুইটারের নতুন সিইও ঠিকও করে ফেলেছেন মাস্ক! দাবি রিপোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement