Advertisement
Advertisement
Rohit Sharma

শচীন-গাভাসকরের সঙ্গে একাসনে রোহিত, হিটম্যানের নামে স্ট্যান্ড থাকবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে

নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত।

Wankhede stadium stand will be named by Rohit Sharma

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 15, 2025 11:24 pm
  • Updated:April 15, 2025 11:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর হাত ধরে জোড়া আইসিসি ট্রফি এসেছে ভারতে। অধিনায়ক হিসাবে পাঁচটি আইপিএল জিতিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে। সেই রোহিত শর্মাকে এবার অনন্য় সম্মান দিতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। বিশ্বকাপজয়ের মাঠে স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে হিটম্যানের নামে।

বেশ কয়েকদিন আগেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে প্রস্তাব দেওয়া হয়েছিল, রোহিতের নামে যেন একটি স্ট্যান্ড রাখা হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মঙ্গলবার ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভায় পাশ হয় সেই প্রস্তাব। প্রত্যেক সদস্যই এই প্রস্তাবে রাজি হয়েছেন। জানা গিয়েছে, দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩-এর নাম রাখা হবে রোহিত শর্মা স্ট্যান্ড। তবে কেবল ভারত অধিনায়ক নন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে নতুন করে স্ট্যান্ডের নামকরণ করা হবে শরদ পওয়ার এবং অজিত ওয়াড়েকরের নামেও। উল্লেখ্য, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর, বিজয় মার্চেন্ট, দিলীপ ভেঙ্গসরকারের নামে স্ট্যান্ড রয়েছে। এবার সেই তালিকায় যোগ হল রোহিত শর্মার নামও।

Advertisement

প্রসঙ্গত, নিজের কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত। সদ্য ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরও তাঁর টেস্ট ভবিষ্যৎ অনিশ্চিত। আবার আইপিএলেও তিনি খারাপ ফর্মে। তাঁকে সমালোচনায় বিদ্ধ করছেন নিন্দুকেরা। কেউ কেউ তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তুলছেন। সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হল, আইপিএলে রোহিতের শরীরী ভাষায় মনে হয়েছে, তিনি যেন খেলার মধ্যে নেই। যেটুকু সময় ফিল্ডিংয়ে থেকেছেন, বিচ্ছিন্ন মনে হয়েছে। বস্তুত রোহিত যে মানসিকভাবে পুরোপুরি খেলায় মনোনিবেশ করতে পারছেন না সেটা স্পষ্ট। এমনকি সাংবাদিক সম্মেলনে এসে নাম না করে রোহিতকে খোঁচাও দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ মাহেলা জয়বর্ধনে। তার মধ্যেই নিজের ঘরের মাঠ ওয়াংখেড়েতে অনন্য সম্মানে ভূষিত হলেন হিটম্যান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement