Advertisement
Advertisement
Rahul Dravid

শীঘ্রই ভারতীয় দলে দ্রাবিড় যুগের অবসান! রোহিতদের হেডস্যর হওয়ার পথে লক্ষ্মণ

ইতিমধ্যেই একাধিকবার ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।

VVS Laxman likely to replace Rahul Dravid as Team India head coach | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 2, 2023 8:34 pm
  • Updated:January 2, 2023 8:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির দুই টুর্নামেন্টেই হতাশাজনক পারফরম্যান্স ভারতীয় দলের। আর সেই কারণেই হয়তো এবার কোচ বদলের ভাবনাচিন্তা শুরু করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। জল্পনা সত্যি হলে শীঘ্রই টিম ইন্ডিয়ায় দ্রাবিড় যুগের অবসান ঘটতে চলেছে।

রবিবারই মুম্বইয়ে দলের পারফরম্যান্স রিভিউ বৈঠকে বসেছিলেন বোর্ড কর্তারা। ডাকা হয়েছিল কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মাকে। ২০২২ সালে টি-২০ ফরম্যাটে ভারতের ব্যর্থতার জেরে রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর সিদ্ধান্ত কার্যত পাকাই করে ফেলা হয়। হার্দিক পাণ্ডিয়ার অধিনায়কত্বেই এবার ছোট ফরম্য়াটের ২২ গজে নামবে দল। তবে ওয়ানডে ও টেস্টে আপাতত হিটম্যানের উপরই ভরসা রেখেছে নির্বাচক মণ্ডলী তথা বিসিসিআই (BCCI)। কিন্তু কোচ বদল করে এবার নতুন উদ্যোমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনাও শুরু করে দিল বোর্ড।

Advertisement

[আরও পড়ুন: বছরের পর বছর সরকারি হাসপাতালে গরহাজির ২৫২ ডাক্তার, কড়া পদক্ষেপ স্বাস্থ্যদপ্তরের]

চলতি বছরই দেশের মাটিতে আয়োজিত হবে ওয়ানডে বিশ্বকাপ (ICC World Cup 2023)। তার আগে একাধিক নয়া স্ট্র্যাটেজি গ্রহণ করছে বিসিসিআই। ক্রিকেটারদের ফিটনেস সুনিশ্চিত করতে ফিরছে ইয়ো-ইয়ো টেস্ট। আমদানি হচ্ছে ডেক্সা স্ক্যানেরও। তবে এবার শোনা গেল, বদলে যেতে পারেন দলের হেডস্যরও। ২০২৩ বিশ্বকাপের পরই কোচের পদ থেকে সরানো হতে পারে দ্রাবিড়কে। চলতি বছর নভেম্বর পর্যন্তই বোর্ডের সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। তাই পরিকল্পনা মাফিক এগোলে সেই চুক্তির মেয়াদ বাড়ানো হবে না বলেই খবর। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা ভিভিএস লক্ষ্মণের (VVS Laxman)। যিনি বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চেয়ারম্যান।

ইতিমধ্যেই একাধিকবার ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। গত বছর এশিয়া কাপের সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন দ্রাবিড়। সেই সময়ও রোহিতদের দায়িত্বে ছিলেন ভারতীয় দলের ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষ্মণ। এছাড়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও হেডস্যরের ভূমিকা পালন করেছিলেন। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই ভারতীয় দলের স্থায়ী কোচ হিসেবে দেখা যাবে সেই লক্ষ্মণকেই।

[আরও পড়ুন: তরুণীর ছেঁচড়ে মৃত্যুর ঘটনায় বিজেপি যোগের অভিযোগ আপের, দিল্লিতে তুমুল বিক্ষোভ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement